Jyoti Bose Center: জ্যোতি বসু সেন্টারের আজ ভিত্তি প্রস্তর স্থাপন

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তী কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর স্মৃতিতে তৈরি হয়েছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (Jyoti Bose Center for…

Jyoti Bose Center for Social Studies and Research

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তী কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর স্মৃতিতে তৈরি হয়েছে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (Jyoti Bose Center for Social Studies and Research)৷ বুধবার ১৭ জানুয়ারি জ্যোতি বসুর ১৫তম প্রয়াণ দিবস৷ এদিন দুপুরে নিউটাউনে এই গবেষণা কেন্দ্রটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হবে৷ ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সীতারাম ইয়েচুরি৷ তাছাড়া এই উপলক্ষ্যে এদিন এক আলোচনা আয়োজন করা হয়েছে৷ আলোচনার বিষয় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ ৷

কেরালায় এ কে গোপালনের নামে, দিল্লিতে হরকিষেন সিং সুরজিতের নামে রয়েছে গবেষণা কেন্দ্র ৷ সেই কথা মাথায় রেখে এ রাজ্যে জ্যোতি বসুর নামে রিসার্চ সেন্টার এবং বহুমুখী কর্মকান্ডের কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় ৷ ২০১০ সালে এই রিসার্চ সেন্টার গড়ার জন্য ট্রাস্ট তৈরি করা হয়েছিল তবে এর জমি নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেওয়ায় সেই কাজ তখন শুরু করা যাচ্ছিল না ৷ দীর্ঘ টানাপড়েনের পরে জ্যোতি বসুর নামে সেন্টারের জমি হাতে পেয়েছিল সংশ্লিষ্ট ট্রাস্ট। নিউটাউনে পাঁচ একর জমির উপর এবার এই রিসার্চ সেন্টারের ভবনটি নির্মাণ কাজ শুরু করা হচ্ছে ৷

   

গত বৃহস্পতিবার নিউ টাউনে বসুর স্মৃতিতে ওই গবেষণা কেন্দ্রের জায়গায় গিয়ে ট্রাস্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের উপরে যেসব চ্যালেঞ্জ আসছে সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই প্রয়াস। ওইদিন বিমান বসু জানান, এই প্রকল্পে প্রধান সমস্যা হল অর্থ সংকট। যদিও, তিনি জানান, মোটামুটি ভাল সাড়াই মিলেছে অর্থ সংগ্রহে। তিনি ওইদিন বলেন, ‘‘আমাদের চুরির টাকা নেই, ইলেক্টরাল বন্ড নেই, যা অর্থ মিলেছে তা দিয়ে আপাতত প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে হবে। এরপরে আবারও মানুষের কাছে আমরা আবেদন জানাবো অর্থ সাহায্যের।’’