মাঝে আর কয়েক দিন। তার পরেই ডার্বি। সুপার কাপের পরের পর্বে কোন দল যাবে সেটা নির্ধারিত হবে বড় ম্যাচের মাধ্যমে। কলকাতা ডার্বিকে কেন্দ্র করে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। আগামী ১৯ জানুয়ারি সুপার কাপে (Kalinga Super Cup) মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ।
সুপার কাপের গ্রুপ পর্বে আমরা মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল উভয় দল পরপর দুটি ম্যাচ জিতেছে। দুই দলই পরের পর্বে যাওয়ার প্রবল দাবিদার। তবে গোল পার্থক্যের কারণে কিছুটা এগিয়ে ইস্টবেঙ্গল। তারা ড্র করলেও চলে যেতে পারে পরের রাউন্ডে। বাগানকে জিততে হবে যে কোনো মূল্যে। ইস্টবেঙ্গলও এই ম্যাচ জিতে নিজেদের মোমেন্টাম বজায় রাখতে চাইবে।
সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে ক্লাবের বিভিন্ন ফুটবলারদের পোস্ট। লাল হলুদ ফুটবলাররা আগামী ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন।
View this post on Instagram
ইস্টবেঙ্গলের অধিনায়ক ও নায়ক ক্লেইটন সিলভা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: দারুণ ম্যাচ। আরও একটা কঠিন পরীক্ষা ছিল। শেষ পর্যন্ত আমরাই স্ট্রং। মহম্মদ রকিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: টিম স্পিরিটের জোরে আমাদের জয়। এবার আমার নজরের পরের চ্যালেঞ্জ।
অজয় ছেত্রীর কথায়: ২০২৪ সালটা দারুণ ভাবে শুরু হয়েছে।