U17 Youth League: চলতি মরসুমে ফের ডার্বি। আরও একবার মুখোমুখি হবে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। সুপার কাপের এই ম্যাচের আগে জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল।
দেশে শুরু হওয়া অনূর্ধ্ব ১৭ যুব লীগে ওড়িশার বিরুদ্ধে জিতেছে লাল হলুদ ব্রিগেড। দুই অর্ধে একটি করে গোল করেছে ইস্টবেঙ্গল। ম্যাচের পর ইস্টবেঙ্গলের পক্ষে ২-১ ফলাফল। বিরতির আগে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দীপু। ৪৫ মিনিটে দলকে লিড এনে দিয়েছিলেন তিনি। বিরতির পর ইস্টবেঙ্গলের হয়ে জয় সূচক গোল করেন গোপাল। ওড়িশার যুব দল একটি গোল শোধ করলেও লাল হলুদ ব্রিগেডকে থামানোর পক্ষে তা সহজ ছিল না।
FT| The winning run continues!✌️#U17YL #JoyEastBengal #EastBengalFC #MoshalColts pic.twitter.com/vIuJm4mU2a
— East Bengal FC (@eastbengal_fc) January 16, 2024
চলতি অনূর্ধ্ব ১৭ যুব লীগে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে বিতর্কের মেঘ। বয়স ভাঁড়িয়ে ফুটবলার খেলানোর অভিযোগ রয়েছে ক্লাবের বিরুদ্ধে। শুধু বয়স নয়, অভিযুক্ত ফুটবলার নিজের নামেও কারচুপি করেছিলেন বলে অভিযোগ। মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছিল অভিযোগ। অভিযোগ প্রকাশ্যে আসার পর ইস্টবেঙ্গল স্কোয়াডে কিছু বদল করে পরের ম্যাচগুলোতে। তাতেও অবশ্য খুব একটা অসুবিধা হচ্ছে না ক্লাবের।
অন্য দিকে সুপার কাপে পরপর দুই ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল ও মোহন বাগান সুপার জায়ান্ট। পরের ম্যাচ ডার্বি। আগামী ১৯ জানুয়ারি মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। বড় ম্যাচকে কেন্দ্র করে ফের উঠতে শুরু করেছে ময়দানের উত্তেজনার পারদ।