Kolkata Weather Update: দুর্যোগ কাটতেই শহরে শীতের আমেজ

নিউজ ডেস্ক, কলকাতা : মেঘ কাটতেই বুধবার শহরে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। রাজ্যে ফিরল শীতের (Winter) আমেজ। কলকাতায় (Kolkata) ২০-র নীচে নামল পারদ।…

kolkata city

নিউজ ডেস্ক, কলকাতা : মেঘ কাটতেই বুধবার শহরে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। রাজ্যে ফিরল শীতের (Winter) আমেজ। কলকাতায় (Kolkata) ২০-র নীচে নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা (Fog)।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আজ থেকে পারদ নামবে। সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের  থেকে নীচে নামতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

   

এদিন সকালে ভিআইপি রোড (VIP Road), এয়ারপোর্ট (Airport) এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হয়। আজ সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে ১০০ মিটার হয়ে যাওয়ায় বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। পরিস্থিতি দেখে ক্যাট থ্রি প্রযুক্তিতে কৃত্রিম আলো ব্যবহার করে বিমান ওঠানামা চালু রাখা হয়। দৃশ্যমানতা সাড়ে ৩০০ মিটারের নীচে নামলেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। যদিও এর জেরে কোনও বিমানই সময়ে ওঠানামা করতে পারছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Advertisements

শহরের রাস্তাঘাটও সকালে কুয়াশায় ঢাকা ছিল। ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। একই ছবি সিঙ্গুর, নদীয়াতে থেকে শুরু করে রানাঘাট, চাকদা, কল্যাণী, শান্তিপুরেও। সকাল থেকে ঘন কুয়াশা। রাস্তাঘাট শুনশান। তবে আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, আজ থেকেই কলকাতার আকাশ পরিষ্কার হবে।