Aparna Sen: নিশ্চিত প্রেমে পড়েছেন অপর্ণা সেন। অঞ্জন দত্তের প্রেমের হাবুডুবু খাচ্ছেন নায়িকা। তাই তো তিনি বলবেন, ‘এই রাত তোমার আমার’। সে এক রাতের গল্প। ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন এক রাতের আঁধারে আটলে দাঁড়াবে। ভালোবাসা থাকবে। আক্ষেপ থাকবে। এক স্বর্গীয় অনুভূতি থাকবে। সবকিছুর মিশেলে যেন এক প্রেমের মায়ানগরীর গল্প। বলবেন পপরিচালক রমব্রত চট্টোপাধ্যায়। তারই সৌজন্যে আজকের এই প্রতিবেদন।
হইচই স্টুডিয়োজ-এর হাত ধরে পরমব্রতর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ সিনেমার মাধ্যমে এক ফ্রেমে প্রেমে মাতবেন অঞ্জন-অপর্ণা। প্রথমবারের জন্য দম্পতির ভূমিকায় অভিনয় করতে চলেছেন তাঁরা। এরইমধ্যে সামনে এসেছে ছবিতে ফার্স্ট লুক। ছবিতে দেখা যাচ্ছে, অঞ্জন দত্ত ও অপর্ণা সেন দুজনকেই বেশ বর্ষীয়ান। দুজনের চুলের বেশিরভাগটাই পাকা। পরনে জামার উপরে সোয়েটার। অর্থাৎ এ ছবিতে শীতের প্রেমেরই গল্প বলবেন দুই জনপ্রিয় তারকা।
কাজের ফ্রন্টে, শেষবার কৌশক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘পালান’ ছবিতে জমিয়ে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। বিপরীতে ছিলেন মমতা শঙ্কর। এর আগে একসঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ছবিতে কাজ করলেও জুটি হিসাবে দেখা যায়নি অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে। আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এবার এই প্রথমবার চিরঞ্জিৎ বরদলুইয়ের লেখনিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীতে একসঙ্গে বাঁধা পড়তে চলছে দুই জনপ্রিয় তারকার অনস্ক্রিন ভালোবাসা।
Evergreen জুটি ফিরছে বড় পর্দায় হইচই স্টুডিওজ-এর হাত ধরে!
Presenting the first look of #hoichoistudios‘ second film, Ei Raat Tomar Amaar. #EiRaatTomarAmaar directed by @paramspeak is coming soon in theatres near you. @senaparna @anjandutt @iindraadip @Roadshow_Films pic.twitter.com/CeLiwdgKHs— hoichoi studios (@hoichoistudios) January 12, 2024