Neetu Kapoor: নীতু কাপুর এবং জিনাত আমান, সম্প্রতি করণ জোহরের শো কফি উইথ করণে এসে ফাঁস করে বসেছিলেন নিজেদের জীবনের একাধিক চাঞ্চল্যকর তথ্য।cএদিন দুজনেই নিজেদের পেশাদার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। বলতে বলতে এমন কিছু বলে বসেছিলেন। যা করণ মোটেও আশা করেননি। রীতিমত অবাক হয়েছিলেন তা শুনে। যেমন, এই সময়ে নিজের ক্রাশের কথাও জানিয়েছেন নীতু। তাঁর ক্রাশের নাম শুনলে আপনিও কিন্তু অবাক হবেন।
কফি উইথ করণ শোতে করণ নীতুকে জিজ্ঞাসা করেন যে বলিউডে প্ৰথমে কার প্রতি আকৃষ্ট ছিলেন নীতু। ঋষি পত্নী তখন স্বামীর কাকা শশী কাপুরের নাম নেন। করণ তো এটা শুনে অবাক। বলে বসেন, তোমার কাকা শ্বশুরের উপর তোমার ক্রাশ ছিল? নীতুও হ্যাঁ বলে দেন। সবটাই অবশ্য মজার ছলে। শুধু তাই নয়, শশী কাপুরের সঙ্গেও কাজ করেছেন নীতু।
View this post on Instagram
এক সময় বলিউডের সুপার হিট জুটি ছিলেন শশী কাপুর ও নীতু সিং। তাঁদের রোমান্স বাঁধ ভাঙত বড়পর্দায়। তবে ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর শশী কাপুরকে কাকা হিসাবেই ভালোবাসতেন নীতু। আসলে সে সময় বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম নায়ক ছিলেন শশী কাপুর। তবে শুধু নীতু সিংই নয়, শশী কাপুরের প্রতি দুর্বল ছিলেন জিনাত আমানও। জনসমক্ষে করণের কাছে এ কথা স্বীকার করে নেন বর্ষীয়ান নায়িকা।
View this post on Instagram