Bangladesh: ‘আমি জিতছিই ‘ভোট দিয়েই প্রতিক্রিয়া হিরো আলমের

সর্বশেষ উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে হেরেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ভোট দিয়ে তাঁর দাবি আমার জয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের (Bangladesh)…

Hero Alom Bangladesh: 'আমি জিতছিই 'ভোট দিয়েই প্রতিক্রিয়া হিরো আলমের

সর্বশেষ উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে হেরেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ভোট দিয়ে তাঁর দাবি আমার জয় কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনে তিনি আন্যতম আলোচিত প্রার্থী। বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচনে লড়ছেন হিরো আলম। তিনি ভোটে লড়ছেন বগুড়ার কাহালু-নন্দীগ্রাম আসনে।

হিরো আলম বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার। তিনি কৌতুক অভিনয় করে বিশ্বজোড়া সামাজিক মাধ্যমে বাংলাদেশি ও বাংলাভাষীদের কাছে প্রবল জনপ্রিয়। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নেই। এই দাবিতে তিনি ভোটে নামেন বারবার। আক্রান্ত হন। সম্প্রতি ঢাকার একটি আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থকদের কাছে গণপিটুনি খান। সেই ছবি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। বাংলাদেশ সরকার প্রবল নিন্দিত হয়।

   

নন্দীগ্রামের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। রিগিং অভিযোগ করেছিলেন হিরো আলম। এবার তিনি বললেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে অবশ্যই জয়ী হব। গত নির্বাচনে আমার ভোটের অবস্থা সবাই দেখেছে। আমি খুব অল্পের জন্য জয়ী হতে পারিনি। তবে এবার আমি সফল হব।