এবারের মতো বিজয় মার্চেন্ট ট্রফি (Vijay Merchant Trophy) থেকে ছিটকে গেল বাংলা। ঝাড়খণ্ডের দিপাংশু রাওয়াত দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। ৬ উইকেট দ্বিতীয় ইনিংসে। বাংলাকে হারিয়ে পরের পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করল ঝাড়খণ্ড।
উঠতি ক্রিকেটারদের আত্মপ্রকাশের জন্য আদর্শ টুর্নামেন্ট বিজয় মার্চেন্ট ট্রফি। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা ও ঝাড়খণ্ড। বাংলা হারলেও খুব খারাপ খেলেছে এমনটা বলা যায় না। আসলে দ্বিতীয় ইনিংসে একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়েছেন দিপাংশু রাওয়াত। বাংলার টপ অর্ডারকে একক দক্ষতায় তিনি ভেঙেছেন।
প্রথম ইনিংসে ব্যাট করে বেশি রান তুলতে পারেনি বাংলা। ইনিংস থেমেছিল ১৮০ রানে। অধিনায়ক আশুতোষ কুমার ও আয়ুষ ঘোষ করেছিলেন যথাক্রমে ৪৮ রান ও ৫৫ রান। এই ইনিংসে ঝাড়খণ্ডের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন ঈশান ওম। দিপাংশু মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন। ঝাড়খণ্ড প্রথম ইনিংসে ২৯২ রান করেছিল।
DEEPANSHU RAWAT 6 WICKETS! (19.3-0-71-6), Bengal 244/9 #BENvJHA #VijayMerchant #Elite #QF3
— BCCI Domestic (@BCCIdomestic) January 6, 2024
দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন বাংলার বোলাররা। যার ফলে বিজয় মার্চেন্ট শশুরের ম্যাচ হয়ে উঠেছিল রোমাঞ্চকর। বাংলা হয়ে তরুন বোলার সচিন যাদব তুলে নেন ৫ উইকেট। ঝাড়খণ্ডের ইনিংস থামে ১৯৫ রানে।
জয়ের জন্য রান তাড়া করতে নেমে ভালো এগোচ্ছিল বাংলা দল। অঙ্কিত চ্যাটার্জি (৭৬), অভিপ্রায় বিশ্বাস (৬১), আশুতোষ কুমাররা (৬৪) নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে দিকে। প্রাচীর হয়ে ওঠেন দিপাংশু রাওয়াত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলার ইনিংস ২৫৮ রানে থামিয়ে দেন দিপাংশু রাওয়াত। ঝাড়খণ্ড ম্যাচ জিতে নেয় ৪৯ রানে।