Mimi Chakraborty: ‘‘মিমি, তুই এ বার একটু সত্যি কথা বলা বন্ধ কর। সব দিক বাঁচিয়ে বুঝেশুনে কথা বলতে শেখ। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সত্যি বলতে। কিন্তু সব সময় বলা যায় না। ’’ জীবনে অনেকবার স্পষ্ট ভাষায় সত্যি বলে নাকি একাধিক অসুবিধার মুখে পড়েছেন মিমি চক্রবর্তী। এদিন এক সাক্ষাৎকারে নিজের মুখেই ফাঁস করলেন সে কথা। বললেন, “আমি তো সত্যিটাই বলতে চাই সব সময়। সেই কারণে এত লোকের চক্ষুশূল হয়ে যাই যে, বেশির ভাগ সময়ে সেটাই বিপদ হয়ে যায়।”
নিশ্চয়ই মনে মনে ভাবছেন, সত্যি বলে কি এমন বিপদে পড়েছেন মিমি! উত্তরে মিমি বললেন, তিনি সত্যি বলে জীবনে অনেক বন্ধু হারিয়েছেন। সত্যি বলায় বন্ধুরাই তাঁর শত্রু হয়ে গিয়েছিলেন। তবে, ওই বন্ধু হারিয়ে কিন্তু একেবারেই আফসোস করেন না নায়িকা। তাঁর কথায়, ‘তারা তো কখনওই আমার বন্ধু ছিল না।’ মিমি বুঝতে পেরেছিলেন, বন্ধুত্বের প্রতিজ্ঞা করলেও মিমির সাফল্যে তাঁরা খুশি ছিলেন না। হিংসা করতেন। তাই এমন বন্ধু না থাকলেই বেশি ভালো।
উল্লেখ্য, মিমির লেটেস্ট ছবি ‘রক্তবীজ’ ব্যাপক সাফল্য দেখেছে। পুজোয় মুক্তির দিন থেকে বড়দিন পর্যন্ত হল কাঁপিয়েছে মিমি-আবিরের এই ছবি। মিমির কথায়, ‘এর সাফল্যের জন্য নিশ্চয়ই দর্শককে ধন্যবাদ দিতে চাইব। ঈশ্বরের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। তবে আগামীর দিকে তাকিয়ে এগিয়ে যেতে চাইব।’ ‘রক্তবীজ’-র মতো এত সুন্দর একটি ছবির প্ল্যানিং প্লটিংয়ে মিমিকে রাখার জন্য তিনি পরিচালকদেরও ধন্যবাদ জানিয়েছেন (Mimi Chakraborty)।