নিউজ ডেস্ক, কলকাতা: শনিবার রাতে নাগাল্যান্ডে (Nagaland) অসম রাইফেলসের গুলিতে মৃত ১৫ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় সোমবার নাগাল্যান্ডের ওটিং জেলায় (oting district) যাওয়ার কথা ছিল তৃণমূলের চার সাংসদ-সহ পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের (tmc delegation)।
কিন্তু সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাগাল্যান্ড সফর বাতিল (cancell) করার কথা জানানো হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে নাগাল্যান্ডের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং উত্তেজনাপূর্ণ। গোটা রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তাই সেখানে গেলে নতুন করে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে। সে কারণেই তৃণমূল প্রতিনিধি দলের এই সফর বাতিল করা হল।
সোমবার সকালে কলকাতা থেকে দিল্লি হয়ে নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলের। বিমানে ওঠার কিছু আগেই খবর আসে গোটা নাগাল্যান্ডে জারি হয়েছে ১৪৪ ধারা। সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। নাগাল্যান্ড যাওয়ার জন্য অসম সরকারের কাছ থেকেও সাহায্য চাইলেও কোনরকম সহযোগিতা মিলছে না। তাই বিমানে ওঠার আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানায়, এই মুহূর্তে নাগাল্যান্ডে যাওয়ার মত পরিস্থিতি নেই। তাই ঝুঁকি নিয়ে অযথা সেখানে যাওয়ার কোন দরকার নেই। অকারণে বিমানবন্দরে গিয়ে বসে থাকার কোনও মানে হয় না। পরবর্তী ক্ষেত্রে ওই রাজ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখানে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।
উল্লেখ্য, শনিবার রাতে নাগাল্যান্ডের ওটিং জেলায় তিরু গ্রামে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালীন আধা-সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে ১৫ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। সোমবারই নাগাল্যান্ডের ওই ঘটনার কড়া নিন্দা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মমতা তৃণমূলের চার সাংসদকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। যে চারজন সাংসদকে মমতা নাগাল্যান্ডে পাঠাচ্ছিলেন তাঁরা হলেন শান্তনু সেন, সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অপরুপা পোদ্দার। একইসঙ্গে যাওয়ার কথা ছিল মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবের।
তৃণমূল নেতৃত্ব মনে করছেন, এই মুহূর্তে নাগাল্যান্ডের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইতিমধ্যেই শনিবারের ঘটনার রেশ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে নাগাল্যান্ড গেলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে রাজি তৃণমূল শীর্ষ নেতৃত্ব