Super Cup: সুপার কাপ নিয়ে মতামত দিলেন বাগান সচিব, কী বলছেন কোচ প্রসঙ্গে?

মাত্র কয়েকটা দিন তারপরেই ওডিশার ভুবনেশ্বরের বুকে শুরু হতে চলেছে এবারের সুপার কাপ (Super Cup)। ইন্ডিয়ান সুপার লিগের টানা তিন ম্যাচে পরাজিত হওয়ার পর বর্তমানে…

Mohun Bagan Secretary Debashis Dutta

short-samachar

মাত্র কয়েকটা দিন তারপরেই ওডিশার ভুবনেশ্বরের বুকে শুরু হতে চলেছে এবারের সুপার কাপ (Super Cup)। ইন্ডিয়ান সুপার লিগের টানা তিন ম্যাচে পরাজিত হওয়ার পর বর্তমানে এখন সেদিকেই নজর আপামর মোহন (Mohun Bagan) জনতার। গত ফুটবল মরশুমে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার কাপ ঘরে তুলেছিল ওডিশা এফসি। যার দরুন এবারের সুপার কাপের আসর বসতে চলেছে জগন্নাথের রাজ্যে।

   

উল্লেখ্য, এবারেরই ফুটবল টুর্নামেন্টে ফের মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। তবে প্রথম দিকে তাদের লড়াই করতে হবে হায়দ্রাবাদের সঙ্গে তারপর আই লিগের যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ। শেষে অর্থাৎ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ হবে বহু প্রতীক্ষিত ডার্বি। যা নিয়ে এখন থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে বাংলার আপামর ফুটবল প্রেমি মানুষের মধ্যে।

তবে এসবের মাঝেই বড়সড় বদল দেখা দিয়েছে সবুজ-মেরুনের অন্দরে। তৎকালীন কোচ হুয়ান ফেরেন্দোকে বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার বদলে বর্তমানে দলের দায়িত্ব সামলাবেন আন্তোনিও লোপেজ হাবাস। উল্লেখ, এই ফুটবল মরশুম শুরু থেকেই মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন হাবাস। পাশাপাশি জুনিয়র দলের দায়িত্ব ছিল তার হাতে।

তবে সাম্প্রতিককালে বাগান কোচ হুয়ান ফেরেন্দোর নেতৃত্বে খুব একটা সফল হতে পারছিল না মোহনবাগান। এএফসি কাপ থেকে লজ্জাজনক ভাবে বিদায় ঘটার পাশাপাশি আইএসএলের মতো লিখে টানা তিন ম্যাচ পরাজিত হয়েছে এই ফুটবল দল। যা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত আজ তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রসঙ্গেই আজ মুখ খোলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত। প্রথম দিকেই সাংবাদিকদের তরফ থেকে তাকে আসন্ন সুপার কাপ নিয়ে প্রশ্ন করা হয়। তবে এবারের এই সুপার কাপ নিয়ে নাকি খুব একটা আশাবাদী নন সচিব। তার কথায় দলের সিংহভাগ ফুটবলার বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্ত। এছাড়াও বাকি যারা রয়েছেন তাদের মধ্যে বিষ কয়েকজনের রয়েছে চোট আঘাতের সমস্যা। পাশাপাশি দলের নতুন কোচ আসায় পারফরম্যান্সর ক্ষেত্রে যে একটা প্রভাব আসতে পারে তা ভালোমতোই যেন আন্দাজ করতে পারছেন তিনি। কিন্তু সবদিক বিচার বিবেচনা করেই মাঠে নামবে দল।