ইরানের (Iran) সেনাপতি ছিলেন কাসেম সোলাইমানি। তাকে গুলি করে খুন করেছিল আমেরিকার সেনা। সেই সোলাইমানির মৃত্যু বার্ষিকীতে রক্তাক্ত দেশটি। প্রবল বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। ছিন্নভিন্ন অসংখ্য দেহ পড়ে আছে।
২০২০ সালের ২ জানুয়ারি রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মার্কিন’ হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। এদিন ছিল সোলাইমানি মৃত্যু দিবস পালনের অনুষ্ঠান।
বিবিসি বলছে, সেই অনুষ্ঠানে বিস্ফোরণ হয়। শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে বিস্ফোরণে আরও ১৭১ জন আহত হয়েছে।অনলাইনে প্রচারিত একটি ভিডিও দেখা গেছে, একটি রাস্তায় বেশ কয়েকটি দেহ পড়ে আছে।
২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলাইমানিকে স্মরণ করার জন্য একটি অনুষ্ঠানের অংশ হিসেবে বহু মানুষ বুধবার সমাধির দিকে হাঁটছিলেন। তখনই বিস্ফোরণ ঘটানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার চতুর্থ বার্ষিকীতে অনুষ্ঠান চলছিল। এই সময় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।