আপনারও কি SBI-তে অ্যাকাউন্ট আছে? যদি হ্যাঁ হয়, তবে এই খবরটি আপনার জন্যে। আসলে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, প্যান কার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক না করলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। আপনি যদি এমন কোন মেসেজ পেয়ে থাকেন, তাহলে বিশ্বাস করার আগে এই মেসেজর সত্যতা জেনে নিন। এ বিষয়ে পিআইবি ফ্যাক্ট চেক অত্যন্ত গুরুতর তথ্য প্রকাশ করেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই প্রতারকরা স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহকদেরকে মেসেজ পাঠাচ্ছে যে, আপনার অ্যাকাউন্টে প্যান নম্বর আপডেট না করলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। এর পাশাপাশি, আপনাকে কল বা লিঙ্কের মাধ্যমে প্যান তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন মেসেজ পেলে ভুলেও ক্লিক করবেন না। এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে।
A #Fake message impersonating @TheOfficialSBI claims that recipient’s SBl YONO A/C will be blocked if their Pan card is not updated#PIBFactCheck
✖️Never respond to emails/SMS asking to share your banking details
✔️Report such messages immediately to [email protected] pic.twitter.com/OX8rhm09U8
— PIB Fact Check (@PIBFactCheck) December 13, 2023
স্টেট ব্যাঙ্ক সবসময় তার গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে, ব্যাঙ্ক কাউকে কল বা মেসেজ করে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আপডেট করার পরামর্শ দেয় না। ব্যাঙ্ক কোনও ধরণের লিঙ্ক পাঠায় না এবং এটিতে প্যান বিবরণ আপডেট করতে বলে না। সেই সঙ্গে ব্যাঙ্ক আরও জানিয়েছে, কোনও ব্যক্তি সাইবার ক্রাইমের শিকার হলে সাইবার ক্রাইম সেলে ১৯৩০ নম্বরে বা ইমেলের মাধ্যমে [email protected] একই অভিযোগ দায়ের করতে পারেন।