শুক্রবার রাতে হায়দরাবাদে চাঞ্চল্য ছড়ায়। হঠাৎ করে শীতের রাতে হায়দরাবাদের হাইকোর্টের রাস্তায় একটি অজগর (Python) দেখা যায়। এমন লম্বা অজগর দেখে পথচারীরা হকচকিয়ে যায়। সাপটি প্রায় পাঁচ ফুট লম্বা। দ্রুত এলাকায় আলোড়নের সৃষ্টি হয়।
জানা গিয়েছে শুক্রবার রাতে অজগরটি মুশি নদী (Musi river) থেকে রাস্তায় বেরিয়ে আসে। এরপর সাপটি রাস্তা পার করার চেষ্টা করে। ঠিক সেই সময় কিছু পথচারীর নজরে আসে শহরের রাস্তায় বিশাল বড় সাপটিকে। হুলুস্থুল পরে যায় হায়দরাবাদের হাইকোর্টের রাস্তায়। এই হুলুস্থুলের মধ্যেই সাপটি ভয়ে রাস্তা পার না করেই মুশি নদীতে ফেরত চলে যায়।
ব্যস্ত সড়কে রাতের আধারে সাপটিকে দেখতে পেয়ে রাস্তায় বিপুল ভিড় জমে যায়। মুশি নদীর নীচে কোবরা এবং অজগর সহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এর আগে মুশি নদীর তীরে বেশ কয়েকবার সাপ দেখাও গিয়েছে। কিছু ক্ষেত্রে, এই মুশিতেই কুমিরও দেখা যায়। ভিকারাবাদ থেকে মুশি নদী শুরু হয়েছে।