Adrit Roy: এবার মহিলা ফ্যানেদের মন ভাঙার পালা। আদৃতের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল। ছাদনাতলায় যাওয়ার আগেই ঘটে যায় অঘটন। এবার আর অশুভের কোনো সম্ভাবনা নেই। সরাসরি বিয়ের পিঁড়িতে বসবেন হিরো আদৃত রায়। জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে টলি ও টেলিপাড়ায়। শোনা যাচ্ছে, নতুন বছর শুরু হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। তাহলে, টলিউডে বিয়ের সানাই বাজলো বলে।
সৌরভ-দর্শনার পর এবার সাত পাক ঘোরার পালা আদৃতের (Adrit Roy)। স্বাভাবিকভাবেই তোড়জোড় অব্যাহত। ‘উচ্ছেবাবু’র ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে বলে কথা। মাসখানেক হল কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে মাখোমাখ প্রেম চলছে আদৃত রায়ের। দুই পরিবারের মধ্যে কথাবার্তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাটিও খুব শীঘ্রই সামনে আসতে পারে। তবে, এইমুহূর্তে খবর মিলেছে, জানুয়ারি মাসেই কৌশাম্বিকে বিয়ে করবেন আদৃত।
উল্লেখ্য, ২০২৪ সাল বয়ে আনতে চলেছে আদৃতের জীবনের সবচেয়ে খুশির সময়কাল। মনের মানুষ কৌশাম্বি চক্রবর্তীকে বিয়ে করার পাশাপাশি বড়পর্দাতেও নাকি কাজ করতে চলেছেন আদৃত রায়। এর আগেও বড়পর্দায় বেশ কিছু ছবিতে ফাটিয়ে কাজ করেছেন নায়ক। প্রেম আমার ২ থেকে শুরু করে দেবের পাসওয়ার্ড ছবিতেও নজর কেড়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা। তবে সে সময়টা তাঁর ভালো ছিল না। তাই বড়পর্দায় সিনেমার কেরিয়ার টেকেনি। কিন্তু ছোটপর্দায় এসেই ধুম মাচিয়ে দিয়েছিলেন অভিনেতা। জনপ্রিয় মিঠাই সিরিয়ালের মাধ্যমে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে ফের বড়পর্দায় ফিরছেন তিনি। ফলে খুশি আদৃত রায়, খুশি দর্শকও।