IND vs SA First Test: সেঞ্চুরিয়ন টেস্টে বিব্রতকর পরাজয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ হল।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪০৮ রান তোলে। একই সময়ে ভারতীয় দলের প্রথম ইনিংস ২৪৫ রানে সীমাবদ্ধ ছিল। ফলে ১৬৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। ডিন এলগার ১৮৫ রানের সেরা ইনিংস খেলেন। তিনি তার ইনিংসে ২৮টি চার হাঁকিয়েছেন।
দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি থেকে। কেপটাউনে মুখোমুখি হবে দুই দল। কেপটাউন টেস্ট জিতে সিরিজটা সমতায় আনতে চাইবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে নান্দ্রে বার্জার নেন ৪ উইকেট। মার্কো ইয়ানসেন তিনটি সাফল্য পেয়েছেন। এছাড়া টিম ইন্ডিয়ার দুই ব্যাটসম্যানকে আউট করেন কাগিসো রাবাদা। কাগিসো রাবাদা দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট।
A complete performance from the fast bowlers helps the hosts go 1-0 up in the #SAvIND Test series 🎉#WTC25 📝: https://t.co/Rma4l5S0RO pic.twitter.com/BggeNhDkSp
— ICC (@ICC) December 28, 2023
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। কেএল রাহুল ১০১ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা নেন ৫ উইকেট। নান্দ্রে বার্জার তিনটি সাফল্য পেয়েছেন। এছাড়া মার্কো ইয়োনসেন ও জেরাল্ড কোয়েটজি ১ টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ ২৬.৪ ওভারে ৬৯ রানে ৪ ব্যাটসম্যানকে আউট করেন। মহম্মদ সিরাজ পেয়েছেন ২টি সাফল্য। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নেন।