Shamik Chakroborty: বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম ধারাবাহিক হল ইচ্ছে পুতুল। মেঘের জীবন মরণের গল্প জানতে প্রত্যেকদিন দর্শকেরা বসে পড়েন টিভির সামনে। গল্প অনুযায়ী, নীলের সঙ্গে ডিভোর্সের দিকে অনেকটাই জল গড়িয়েছে মেঘ নীলের দাম্পত্য জীবনের। জীবনের পথেই দেখা হয়েছে জিষ্ণুর সঙ্গে। বর্তমানে মেঘ এবং ভিষ্ণু দুই ভালো বন্ধু। মেঘের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস এবং জিষ্ণু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সমীক চক্রবর্তী।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পডকাস্ট উপলক্ষে ডাকা হয় সমীক চক্রবর্তীকে। যেখানে অভিনেতা তুলে ধরেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন কালো দিকগুলিকে। পডকাস্টের হোস্ট তাকে কাস্টিং কাউচ নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেন অপপটে জবাব দেন অভিনেতা।
সমীক চক্রবর্তীর কাছ থেকে জানতে চাওয়া হয়, গডফাদারদের উপস্থিতি এবং প্রতারণার সম্পর্কে। অভিনেতার নাম না করে পরোক্ষভাবে নিজের জবাবে বুঝিয়ে দেন সবটাই। অভিনেতার কথায়, ‘যারা প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চান তাদেরই সব সময় সমস্যায় পড়তে হয়। ছেলেদের ক্ষেত্রে গুনতে হয় মোটা টাকা আর মেয়েদের ক্ষেত্রে শোওয়া। এই দুটোর চলই রয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে যারা প্রকৃত অভিনয়কে ভালোবাসেন এবং নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে চান তারা কখনোই এই পাতা ফাঁদে পা দেন না’।
অভিনেতার আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির গডফাদাররা কখনোই কোনো আর্টিস্টকে জোর করেন না তারা কেবলমাত্র প্রস্তাব দেন। আর এতেই অবশ্য অনেকেই রাজি হয়ে যান। কারণ সকলেই মনে করেন আমি যদি প্রস্তাবে রাজি না হই তাহলে অন্য কেউ ঠিক হয়ে যাবে। এরপর আমার জায়গায় সে সুযোগ পেয়ে যাবে। আর সে কারণেই আগু পিছু না ভেবেই নিজের কেরিয়ার গড়তে ভুল রাস্তা বেছে নেন তারা’।