আগামীকাল, বুধবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্স। বলতে গেলে এই মুহূর্তে আইএসএলের প্রথমে থাকার যে লড়াই তাতে এফসি গোয়ার মতো দলকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ভুকোমানোভিচের কেরালা দল। তাই নিজেদের জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিল আর নিজেদের ভীত শক্ত করার পরিকল্পনা থাকবে দক্ষিণের এই ফুটবল দলের।
এক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ থাকবে সবুজ-মেরুন দলের দুই প্রাক্তন ফুটবলার তথা প্রাক্তন বাগান অধিনায়ক প্রীতম কোটাল ও প্রবীর দাসের। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে মোহনবাগান দলকে আইএসএল জয় করানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উত্তরপাড়ার দাপুটে ফুটবলার প্রীতম কোটালের।
এছাড়াও মোহনবাগানে থেকে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল প্রবীর দাসের। গত মরশুমে বেঙ্গালুরু এফসিতে খেললেও এবার তিনি কেরালার জার্সিতে নিজের জাত চেনাচ্ছেন। এক কথায় বলতে গেলে পুরোনো দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার লড়াই দুই তারকার। সেক্ষেত্রে নিজেদের উজাড় করে দিতে মরিয়া দুজনেই। তবে অপরদিকে যথেষ্ট চাপে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। আসলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব একটা ভালো পারফরম্যান্স নেই মোহনবাগানের।
গত দুই ম্যাচে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মথো দলের কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হতে হয়েছে তাদের। সেই যায়গা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই বাগানের। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে দলের ফুটবলারদের চোট। বিশেষ চোট ও কার্ডের সমস্যার জন্য আসন্ন ম্যাচে মাঠে থাকতে পারবেন না ভারতীয় তারকা সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অজি তারকা ব্র্যান্ডন হ্যামিল। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা।
তবুও আগামীকালের ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে বধ্যপরিকর মোহনবাগান। আজ ঘনটাকয়েক আগে সাংবাদিক বৈঠক থেকে যথেষ্ট চনমনে লাগে বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। দলের ফুটবলারদের চোট নিয়ে তাকে যথেষ্ট চিন্তায় দেখা গেলেও চ্যালেঞ্জ নিতে যথেষ্ট আশাবাদী তিনি। এক্ষেত্রে জাপানি তারকা হেক্টর ইউৎসে থেকে শুরু করে ভারতীয় তারকা আশিষ রাই সহ অন্যান্য ফুটবলারদের নিয়েই নিজের একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে বাগান কোচের।