Pakistan Hockey: সাসপেন্ড হয়ে যেতে পারে পাকিস্তানের হকি ফেডারেশন

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) পাকিস্তান হকি ফেডারেশনকে (Pakistan Hockey Federation) সাসপেন্ড করতে পারে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক পিএইচএফের নতুন চেয়ারম্যান হিসাবে মীর তারিককে নিয়োগ…

Pakistan Hockey Federation

আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) পাকিস্তান হকি ফেডারেশনকে (Pakistan Hockey Federation) সাসপেন্ড করতে পারে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক পিএইচএফের নতুন চেয়ারম্যান হিসাবে মীর তারিককে নিয়োগ করলেও তার পূর্বসূরি খালিদ সাজ্জাদ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। বিষয়টি এখন এফআইএইচ-এ পৌঁছেছে। আন্তর্জাতিক হকি ফেডারেশন পাকিস্তান হকি ফেডারেশনকে সাসপেন্ড করতে পারে।

Advertisements

 আরও পড়ুন: IND vs SA: ১৯৯২ সাল থেকে এখনও দগদগে ক্ষত, ভারতের সামনে এবার বড় চ্যালেঞ্জ

   

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার পিএইচএফের নতুন চেয়ারম্যান মীর তারিক হুসেন বুগতিকে নিয়োগ করার বিষয়টি চ্যালেঞ্জ করেছেন তার পূর্বসূরি খালিদ সাজ্জাদ খোকার। খোকার ২০১৫ সাল থেকে পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি। খালিদ সাজ্জাদ খোকার সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি তার বরখাস্ত এবং মীর তারিক হোসেন বুগতিকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। তিনি বলেন, ‘আমি আদালতের দ্বারস্থ হব এবং এই অসাংবিধানিক ও অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত হাল ছাড়ব না।’

Advertisements

নবনিযুক্ত পিএইচএফ প্রধান মীর তারিককে সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্লাব ও ইলেক্টোরাল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বও থাকবে এই কমিটির ওপর। লাহোরে পিএইচএফ অফিসে দায়িত্ব নেওয়ার পরে মীর তারিক অবিলম্বে অলিম্পিয়ান কলিমুল্লাহর নেতৃত্বাধীন পুরানো জাতীয় নির্বাচক কমিটি পুনর্বহাল করেছিলেন। আরেক কিংবদন্তি শাহনাজ শেখকে জাতীয় সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করেন তিনি। খোকার গত মাসে নির্বাচক কমিটি এবং শেখ উভয়কেই সরিয়ে দিয়েছিলেন।