Umang 2023: প্রকাশ্যে ঊষা উথুপকে জড়িয়ে ধরলেন সলমান খান!

Umang 2023: গাড়ি থেকে নামতেই জ্বলে উঠল লাল গালিচা। ভাইজানের গ্ল্যামারাস অবতারে চোখ কপালে উঠল উপস্থিত সকলেরই। সেখানেই যেন থমকে গেল সময়। ভিড়ে ভিড়। পাপারাজ্জিদের…

Umang 2023

Umang 2023: গাড়ি থেকে নামতেই জ্বলে উঠল লাল গালিচা। ভাইজানের গ্ল্যামারাস অবতারে চোখ কপালে উঠল উপস্থিত সকলেরই। সেখানেই যেন থমকে গেল সময়। ভিড়ে ভিড়। পাপারাজ্জিদের ক্যামেরা ক্রমাগত মুহূর্ত ক্যাপচারে ব্যস্ত। এরইমাঝে হঠাৎই শোরগোল পরে গেল। গ্লিটজ এবং গ্ল্যামার ঘেঁষা এই বিশেষ অনুষ্ঠানে ভিড় ঠেলে তীরের গতিতে ক্রমশ সামনে এগিয়ে আসছিলেন ভাইজান। এসেই হঠাৎ জড়িয়ে ধরেন ঊষা উত্থুপকে। কিন্তু কেন? উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, মুম্বাই পুলিশের সম্মানে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়েছিল Umang 2023। এই ঝলমলে সন্ধ্যায় হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোন, শেহনাজ গিল, আলিয়া ভাট, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, ববি দেওল, কীর্তি স্যানন, টাইগার শ্রফ, মৃণাল ঠাকুর, জ্যাকি শ্রফ, বিজয় ভার্মা, সলমান খান সহ অনেকেই। তবে, এই একঝাঁক তারার মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সবার প্রিয় সলমান খান। এদিন ভিড় ঠেলে এগিয়ে গিয়ে প্রকাশ্যে গায়িকা উষা উথুপকে জড়িয়ে ধরেন ভাইজান। তাঁকে প্রণামও করেন।

আসলে গায়িকা ঊষা উত্থুপের সঙ্গে সলমানের খুব মিষ্টি একটা সম্পর্ক রয়েছে। এছাড়াও সলমান খান বয়সে বড় গুণী ব্যক্তিদের খুবই কদর করেন। সলমান স্পেশ্যাল শো বিগ বস-এও যখনই কোনো সিনিয়র অতিথি আসেন। তাঁর ব্যবহার কথার ধরণ খুবই বদলে যায়। খুবই অনুগত থাকে। এদিন Umang 2023 অনুষ্ঠানেও তাই হয়েছে। উষা উথুপের প্রতি সলমানের এই মনোভাব সোশ্যালেও প্রশংসা পাচ্ছে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

ভাইজানের সাম্প্রতিক ছবির কথা বলতে গেলে, সম্প্রতি অ্যাকশন থ্রিলার ছবি ‘টাইগার 3’-তে দেখা গিয়েছে তাঁকে। মনীশ শর্মার পরিচালনায় তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি। ‘টাইগার 3’ হল টাইগারের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। আর ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর মতো YRF স্পাই ইউনিভার্সের অংশও।