Subhashree Ganguly: শরীরে নেই একটুও মেদ, সন্তান জন্মের পরেই নিজেকে একেবারে বদলে নিলেন শুভশ্রী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নিত্যদিন সংবাদমাধ্যমের শিরোনামে ঘোরাফেরা করে এই টলি অভিনেত্রীর নাম। কখনো ব্যক্তিগত জীবন তো কখনো আবার কর্ম জীবন। সবকিছুকে কেন্দ্র করেই চর্চায় উঠে আসে নায়িকার নাম। চলতি মাসের একেবারে শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন Subhashree Ganguly। আর তারপরেই নিজের মধ্যে আনলেন ব্যাপক পরিবর্তন।
নভেম্বর মাসের শেষ দিনে রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে মা লক্ষ্মী। এর আগে নায়িকা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এবারে একটি কন্যাসন্তান চান। বলা বাহুল্য, পূরণ হয়েছে নায়িকার মনের ইচ্ছা। একসময় প্রাক্তনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন নায়িকা। তবে সেখান থেকেও যে ঘুরে দাঁড়ানো যায়, শুরু করা যায় নতুন করে সবকিছু তা করে দেখিয়েছেন তিনি।
ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বর্তমানের ছবি। আর সেখানেই নায়িকাকে দেখা গেল একেবারে মেদ হীন শরীরে। উপচে পড়ছে চেহারার জেল্লা। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে রীতিমত অবাক ভক্তবৃন্দ। উল্লেখ্য, কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেই নিয়মিত শরীরচর্চায় মন দিয়েছেন রাজ ঘরণী। মনোযোগ দিয়েছেন ডায়েটে।
বেশিরভাগই কাজের ফাঁকে ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। এদিক ওদিক ঘুরতেও বেরিয়ে পড়তেন তিনি। বলা ভালো, জনপ্রিয় নায়িকা হওয়ার পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন পারফেক্ট মম। ছেলের সঙ্গে নাম মিলিয়েই মেয়ের নাম রেখেছেন তারকা জুটি। আর বাড়িতে বোন আসার পড়ে একটু সুযোগ পেলেই মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন ইউভান। সোশ্যাল মিডিয়ার ছবিগুলি অন্তত তেমনটাই বলছে।