শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে SLST চাকরিপ্রার্থীদের বৈঠক শেষ। তারা বৈঠক শেষে বললেন ১ ফেব্রুয়ারি ডেডলাইন মিলেছে। জট কাটবে। তারা বলেন ‘শীঘ্রই নিয়োগপত্র পাব’। এর পরেই প্রশ্ন, ওই তারিখ থেকে নিয়োগ হবে? সে বিষয়ে নীরব মমতার সরকার।
এদিন দুপুরে বিকাশভবনে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা বলেন, ‘আশা করি খুব শীঘ্রই নিয়োগপত্র হাতে পাব। আগামী ১ ফেব্রুয়ারি ডেড লাইন দেওয়া হয়েছে। সমস্ত আইনি ব্যবস্থাকে মাথায় রেখে ফেব্রুয়ারির মধ্যে জট দ্রুত খোলার চেষ্টা করছে সরকার। আমরা একটি নির্দিষ্ট তারিখ চেয়েছিলাম সেটা পেয়েছি। মুখ্যমন্ত্রীর কাছ থেকেই শিক্ষা দপ্তরে এই নির্দেশ দেওয়া হয়েছে। যারা যোগ্য তারাই চাকরি পাবে।’
ডেডলাইন বিষয়ে সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ১ লা ফেব্রুয়ারি কেন দশ মিনিটেই তো ওঁদের চাকরি দেওয়া যায়। শুধু অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বের করে দেওয়ার নির্দেশ জারি করতে হবে। দেশের অন্যতম দুঁদে আইনজীবী কী ইঙ্গিত করলেন তা নিয়ে চর্চা শুরু। তিনি যে আইনি যুক্তি দিচ্ছেন তাতে অযোগ্যদের ছাঁটাই ও যোগ্যদের নিয়োগ করার কথা আছে। বিকাশরঞ্জন আগেই বলেছেন, এ সরকার অযোগ্যদের নিয়োগ বঞ্চিত করতে অনিচ্ছুক।