চিটফান্ড কেল্ঙ্কারিতে জড়িয়ে গেছেন ম্যাজিশিয়ান পি সি সরকার (P. C. Sorcar Jr)।। বিখ্যাত জাদকর ইডি জেরায় হাজিরা দিতে গেলেন তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে।
একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে। যদিও এর আগে টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল জাদুঘরের। সেই মামলার তদন্তে সিবিআই তল্লাশি চালিয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার ইডি তলব করলে। তার বয়ান রেকর্ড করা হবে
টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল তার। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালায় পি সি সরকারের বাড়িতে। এবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে। টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। ওই কেন্দ্রীয় সংস্থার তরফে পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজের হেফাজতে নিয়েছে। তারপরই তলব করা হল পি সি সরকারকে। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সমালোচনায় মুখর হতে দেখা যায় তাকে। ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন পি সি সরকার। ভোটে জেতেননি তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দানেও তাঁকে খুব বেশি দেখা যায়নি। সেই রাজনীতে পা রাখা নিয়েও আক্ষেপ করেন তিনি।
অভিযোগ, চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পি সি সরকার। কী কারণে এই টাকা নেওয়া হয়েছিল, সেটাই তদন্ত করে দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা। পি সি সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁর জন্য টাওয়ার গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল বলেও জানা যাচ্ছে।