BJP: বঙ্গ বিজেপি বিমর্ষ, গীতাপাঠ শোনা বাতিল করলেন মোদী

বঙ্গ বিজেপিতে (BJP) হাহাকার। নজিরগড়া লক্ষাধিক কণ্ঠে হিন্দু ধর্মগ্রন্থ গীতাপাঠ কর্মসূচিতে কলকাতায় আসছেন না (Modi) প্রধানমন্ত্রী মোদী। বিজেপি ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি মোদীকে হিন্দু হৃদয়…

PM Modi

বঙ্গ বিজেপিতে (BJP) হাহাকার। নজিরগড়া লক্ষাধিক কণ্ঠে হিন্দু ধর্মগ্রন্থ গীতাপাঠ কর্মসূচিতে কলকাতায় আসছেন না (Modi) প্রধানমন্ত্রী মোদী। বিজেপি ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি মোদীকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রচার তুলেছিল। বঙ্গ বিজেপি সূত্রে খবর, মোদী আসছেন না। তিনি সরকারি কাজে ব্যাস্ত থাকবেন।

আগামী২৪ ডিসেম্বর কলকাতায় “লক্ষ কণ্ঠে গীতা পাঠ”- অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষণ বলছে, লোকসভা ভোটের আগে নিজেদের ধর্মীয় মেরুকরণ রাজনীতির প্রয়োগ করতে মরিয়া বিজেপি গীতাপাঠ আসর জমাতে চায়। সেই অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

   

বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, নির্দিষ্ট দিনে কলকাতার ময়দানে সকাল আটটা থেকে হবে গীতা পাঠের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা থাকলেও তিনি সরকারী কাজের জন্য এই গীতা পাঠের অনুষ্ঠানে আসছেন না।