সংসদে হামলার অন্যতম অভিযুক্ত ললিত ঝা-র কলকাতার যোগ প্রকাশ্যে এসেছে। তবে সংসদকাণ্ডে বাংলার যোগ উড়িয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিল্লি উড়ে যাওয়ার আগে সংসদে হানা কাণ্ডে মমতা বলেন, “বিজেপি-র কাজ হল বাংলার অপপ্রচার করা আর কুৎসা করা। বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।”
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির কারণে সংসদে হামলা হয়েছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়। তবে এর সঙ্গে বাংলাকে জড়িয়ে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে। এটা একেবারেই উচিত নয়। বাংলা কোন অপরাধ মূলক কাজকে প্রশ্রয় দেয় না। তিনি আরো জানান, এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিষয়ে আলোচনার দাবি জানানোর জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও-ব্রায়েন সহ ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সংসদে হামলা নিরাপত্তার চূড়ান্ত গাফিলতিতেই হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সেটা স্বীকার করেছেন। তবে এর সঙ্গে বাংলার কোনো যোগ নেই।তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত হোক সমস্ত বিষয়ে স্পষ্ট হয়ে যাবে।
উল্লেখ্য, বুধবার সংসদে স্মোক বম্ব হানা হয় সংসদে। মাস্টারমাইন্ড ললিতের নাম জড়ায় ঘটনায়। এরপর একটি চিঠি হাতে আসে তদন্তকারীদের। যেখানে কলকাতায় র্যালির জন্য লালবাজারের অনুমতি চাওয়া হয়েছিল। চিঠির শীর্ষে সংগঠনের ঠিকানা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে, সেটা বিধাননগর গভর্নমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষর বাড়ি। যদিও মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার আগে সংসদকাণ্ডে বাংলাযোগের কথা উড়িয়ে দিলেন।