Justice Amrita Sinha: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে জেরা করবে সিআইডি

তৈরি ভবানী ভবন অর্থাত রাজ্য গোয়েন্দা সদর দফতর। এখানেই শনিবার হাজিরা দিতে বলা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে। সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে জেরা…

Justice Amrita Sinha: বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে জেরা করবে সিআইডি

তৈরি ভবানী ভবন অর্থাত রাজ্য গোয়েন্দা সদর দফতর। এখানেই শনিবার হাজিরা দিতে বলা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে। সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে জেরা করবে সিআইডি। এক বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তের মুখোমুখি হবেন বিচাপরপতি সিনহার স্বামী। একাধিক দুর্নীতির মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তৃ়ণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেরবার।

এই মামলায় বিচারপতির স্বামীকে আগেও এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন CID আধিকারিকরা। শনিবার ভবানী ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে।

Advertisements

ওই মহিলার অভিযোগ, পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়রা। মারধর করার সিসিটিভি প্রমাণ আছে বলে দাবি করেন অভিযেগকারী বৃদ্ধা। তাঁর আরও অভিযোগ, এই মামলায় বিবাদী পক্ষের আইনজীবী তথা বিচারপতি অমৃতা সিনহার স্বামী এবং তদন্তকারীদের ওপর প্রভাব খাটাচ্ছেন। আরও অভিযোগ, তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার চেষ্টা করেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী। অভিযোগের ভিত্তিতে সিআইডি জেরা করবে বিচারপতি সিনহার স্বামীকে।