IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলাম। যেসব খেলোয়াড়ে নিলামে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায়…

Gujarat IPL cheerleaders

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলাম। যেসব খেলোয়াড়ে নিলামে ভাগ্য পরীক্ষা করতে চলেছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড ও প্যাট কামিন্সের নামও। নিলামের জন্য মোট ৩৩৩ জন খেলোয়াড় নাম লিখিয়েছেন।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

বর্তমানে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে খেলোয়াড়দের নিলামের জন্য মোট ২৬২.৯৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর গুজরাট টাইটান্সের কাছে সবচেয়ে বেশি অর্থ অবশিষ্ট রয়েছে। গুজরাট তার পকেটে ৩৮.১৫ কোটি টাকা নিয়ে নিলামে যাবে।

কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত টাকা:
• সিএসকে-র ৩১.৪ কোটি টাকা
• ডিসির মোট ২৮.৯৫ কোটি টাকা
• জিটি-র মোট ৩৮.১৫ কোটি টাকা
• কেকেআরের মোট ৩২.৭ কোটি টাকা
• এলএসজি-র মোট ১৩.১৫ কোটি টাকা
• এমআইয়ের মোট ১৭.৭৫ কোটি টাকা
• পিবিকেএসের মোট ২৯.১ কোটি টাকা
• আরসিবির মোট ২৩.২৫ কোটি টাকা
• আরআরর মোট ১৪.৫ কোটি টাকা
• এসআরএইচর মোট ৩৪ কোটি টাকা

আইপিএল ২০২৪-এর নিলামের আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার। ইনজুরির কারণে বর্তমানে ইংল্যান্ড দলের বাইরে আছেন আর্চার।

Advertisements

আরও পড়ুন:Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

আইপিএল ২০২৪ নিলামের জন্য মোট ২৩ জন খেলোয়াড় তাদের নিজস্ব ভিত্তি মূল্য ২ কোটি টাকা রেখেছেন। হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স সহ ২০ জন বিদেশি ক্রিকেটারের নাম ২ কোটি টাকা বেস প্রাইস লিস্টে রাখা হয়েছে। একই সঙ্গে তিন ভারতীয় ক্রিকেটার হর্ষল প্যাটেল, উমেশ যাদব ও শার্দুল ঠাকুরও তাদের ভিত্তি মূল্য ২ কোটি টাকা রেখেছেন।