Kolkata: কলকাতায় শীতের হানা, গ্রামাঞ্চলের থেকেও কম তাপমাত্রা

আবহাওয়া অফিস জানাচ্ছে বাংলায় অফিসিয়াল সূচনা হয়ে গেল শীতের। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে খুব সকাল থেকে। কোথাও দেখা গিয়েছে আংশিক মেঘলা আকাশ।…

Wintry morning in Kolkata

আবহাওয়া অফিস জানাচ্ছে বাংলায় অফিসিয়াল সূচনা হয়ে গেল শীতের। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে খুব সকাল থেকে। কোথাও দেখা গিয়েছে আংশিক মেঘলা আকাশ। পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় মিগজাউমের ফাইল বৃষ্টির প্রভাব কেটে গেলেই দেখা মিলবে শীতের। সেই প্রত্যাশা মতই ঠান্ডার অনুভূতি জেলায় জেলায়। কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলি।

হাওয়া মোরগ সূত্রে খবর, কুয়াশার পরিমাণ বেশি থাকবার ফলে বৃষ্টির সম্ভাবনা নেই। অপর দিকে, উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জানা যাচ্ছে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়া, আগামী ২-দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।

   

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শনিবার থেকে দ্রুত নামবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নেমে যাবে বলে মনে করা হচ্ছে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে, আকাশ থাকবে আংশিক মেঘলা। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে আরও একটি একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে।

কলকাতায় শনিবার থেকেই পারদ নামতে শুরু করেছে, ১৯ ডিগ্রির নিচে নেমেছে পারদ। সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ ছিল। শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।