Purba Bardhaman: ফের রেল দুর্ঘটনা, কাটোয়া থেকে ব্যান্ডেলে ট্রেন চলাচলে বিলম্ব

ট্রেন দুর্ঘটনা এখন নিত্য খবর। এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় লাইনচ্যুত একটি মালগাড়ি। এই দুর্ঘটনার জেরে ব্যান্ডেল ও কাটোয়া লাইনে গত রাত থেকে ট্রেন…

Purba Bardhaman: ফের রেল দুর্ঘটনা, কাটোয়া থেকে ব্যান্ডেলে ট্রেন চলাচলে বিলম্ব

ট্রেন দুর্ঘটনা এখন নিত্য খবর। এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় লাইনচ্যুত একটি মালগাড়ি। এই দুর্ঘটনার জেরে ব্যান্ডেল ও কাটোয়া লাইনে গত রাত থেকে ট্রেন চলাচল বন্ধ। শনিবার সকালে একের পর এক ট্রেন বাতিল। এই সপ্তাহেই হাওড়ার টিকিয়াপাড়ায় লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছিল।

Advertisements

শুক্রবার  গভীর রাত্রে  ব্যান্ডেল-কাটোয়া শাখায় অম্বিকা কালনা ও বাঘনাপাড়া স্টেশনের মাঝে  মালগাড়ির  বগির চাকা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার জেরে শনিবার সকাল থেকে আপ এবং ডাউন লাইনে অনেক ট্রেন দীর্ঘক্ষণ দেরিতে চলছে।

   

রেল সূত্রে খবর, নিম্নচাপের বৃষ্টিপাতে মাটি নরম হয়ে যাওয়ায় মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। রেললাইন সংস্কার হচ্ছে ব্যান্ডেল-কাটোয়া শাখায়। রাতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলার কাজ চলছিল। বাঘনাপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মাঝে লাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি। সেই সময় একটি বগি লাইনচ্যুত হয়।

Advertisements

খবর পেয়ে কাটোয়া ও নবদ্বীপ থেকে রেলকর্মীরা যান। বৃষ্টির ফলে মাটি নরম হয় এই বিপত্তি ঘটেছে। ডাউনলাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।