রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৮২০ কোটি টাকা ডিজিটাল লুটের তদন্তে সিবিআই (CBI)। সংস্থার কর্মীরা সিবিআইয়ের চক্ষুশূলে। ইউকো ব্যাংক থেকে আচমকা ৮২০ কোটি টাকা চলে গিয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে সংস্থা এই ডিজিটাল লেনদেনের নজরদারি বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তারা সব সামলাতো বিধাননগরের অফিস থেকে।
এই ডিজিটাল লুটে রয়েছে বঙ্গযোগ। ইতিমধ্যে সিবিআই অফিসাররা বিধাননগরের এই অফিসে তল্লাশি চালিয়েছে। সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এবং তারা সেখান থেকে বহু ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল বাজেয়াপ্ত করেছে।
গত কয়েকদিন আগে ১৩ টি জায়গায় তল্লাশি হয়েছিল তার মধ্যে এই অফিসটিও ছিল। সাতটি বেসরকারি ব্যাংকের ১৪ হাজার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক যাদের থেকে ৮০০ কোটি টাকার উপরে আচমকা চলে গিয়েছে। সেখানকার ৪১ হাজার গ্রাহকের কাছে একটি বার্তা এসেছিল টাকা পাঠানোর।
আচমকা এই ঘটনায় ব্যাংকের তরফ থেকে পুলিশ ও সিবিআইকে অভিযোগ জানানো হয়। সিবিআই যেহেতু দায়িত্ব নিয়েছে তাই তারাই এই বিষয়টি এখন খতিয়ে দেখবে। তবে এখনো স্পষ্ট না যে ইচ্ছাকৃত ভাবে টাকা চলে গিয়েছেন নাকি পেছনে রয়েছে গভীর রহস্য।