Mohun Bagan: মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট

মরসুমের মাঝ পথে আরও একটা টুর্নামেন্ট নিয়ে পাওয়া গেল আপডেট। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবে কলকাতার দুই ক্লাব। যার মধ্যে একটি দল মোহন বাগান (Mohun…

Mohun Bagan Salt Lake Stadium

মরসুমের মাঝ পথে আরও একটা টুর্নামেন্ট নিয়ে পাওয়া গেল আপডেট। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলবে কলকাতার দুই ক্লাব। যার মধ্যে একটি দল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।

মঙ্গলবার পাওয়া আপডেট অনুযায়ী, চলতি বছরের আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। যুব লীগের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্টের যুব দল। প্রতিপক্ষ হিসেবে উল্টো দিকে থাকবে কলকাতার আরও একটি ক্লাব ইউনাইটেড স্পোর্টস।

   

বিভিন্ন গ্রুপে ভাগ করে শুরু করা হচ্ছে অনূর্ধ্ব ১৭ ইয়ুথ লীগ। বেশ কঠিন গ্রুপে পড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই দুই ক্লাবের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের যুব দল। এছাড়াও রয়েছে ওড়িশা এফসি ও ওড়িশা স্পোর্টসের যুব দল।

সিনিয়র দলের নিরিখে যুব দলকে বিচার করা ভুল হবে। অনেকের ধারণা, এই গ্রুপে ইউনাইটেড স্পোর্টস ও মোহন বাগান সুপার জায়ান্ট ভালো পারফরম্যান্স করতে পারে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব বছরের পর বছর ধরে তরুণ প্রতিভা অন্বেষণ করে চলেছে। তাদের অ্যাকাডেমি থেকে উঠে আসা একাধিক ফুটবলার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অন্য দিকে মোহন বাগান সুপার জায়ান্ট সম্প্রতি অতীতে তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার ব্যাপারে কাজ শুরু করেছে। শিবির করে ভবিষ্যত প্রজন্মকে দেখে নিচ্ছে ক্লাব। ভালো সাড়া পেয়েছে সবুজ মেরুন শিবির।