ঘুরে দাঁড়ানো কাকে বলে সেটা বারেবারে বুঝিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। চলতি ইন্ডিয়ান সুপার লীগেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্স পড়েছিল সমালোচনার মুখে। সেখান থেকে কামব্যাক। খোঁচা খাওয়া বাঘের মতো পাল্টা মার, ৫ গোল। আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ Carles Cuadrat বললেন, নিজেদের ভাগ্য নিজেরাই বদলেছি।
সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ৫-০ গোলে জিতেছে ইস্টবেঙ্গল। কথা রেখেছেন কোচ Carles Cuadrat। ছেলেরাও নিজেদের সবটুকু দিয়ে মাঠে খেলেছেন। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে লাল হলুদ সমর্থকদের প্রফেসর বলেছেন, “অনেক পরিশ্রম করে আমরা ভাগ্য পরিবর্তন করেছি… আমরা এগিয়ে যাচ্ছিলাম, আমরা চেষ্টা চালিয়ে গিয়েছিলাম এবং এটি এমন একটি ম্যাচ ছিল যেখানে আমরা যে সুযোগ পেয়েছিলাম তার প্রায় সবটুকু কাজে লাগাতে পেরেছি। প্রতিপক্ষ আক্রমণে উঠে আসার সময় জায়গা তৈরি হচ্ছিল, আমরা সেটাকে কাজে লাগিয়েছিল। নর্থ ইস্ট ইউনাইটেড এমনকি একটি পেনাল্টি মিস করেছে এবং আমরা ক্লিন শিট পেয়েছি। ভাগ্যের ওপর অনেক সময় নির্ভর করতে হয়, এটাই ফুটবল।”
“অনেক সময় ভাগ্য সাহায্য করে না। এই ম্যাচে সবকিছু আমাদের পক্ষে কাজ করেছে। সবগুলো গোলই চমৎকার। সুতরাং, আমরা শেষ পর্যন্ত ট্রেনিং গ্রাউন্ড প্যাডে যে কাজ করেছি তাতে আমি খুশি যে খেলোয়াড়রা আত্মবিশ্বাস পেয়েছে”, বলেছেন কোচ।
“বোরহা একজন সৃজনশীল খেলোয়াড়। আমাদের যে সব খেলোয়াড় আছে, তাদের সুবিধা নিতে হবে এবং পার্থক্য গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে।”