রক্ষণের ভুলে একাধিক পয়েন্ট হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত মরসুমের রিক্যাপ যেন এই মরসুমেও। পরিস্থিতি বদল করতে মরীয়া লাল হলুদ শিবির। নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে আজকের ম্যাচে পুরো পয়েন্ট পেতে চাইছে দল। মনোবল বাড়াতে পারে কিছু পরিসংখ্যান।
ইস্টবেঙ্গল জিততে না পারলেও কিন্তু প্রতিপক্ষের গোল মুখ খুলতে পেরেছে। বিরতির পর, বিষয় ম্যাচের অন্তিম কোয়ার্টারে ছন্দ হারাচ্ছে দল। এই বিষয়টা অভিজ্ঞ কোচ Carles Cuadrat নিশ্চই মেরামত করার চেষ্টা করেছেন। আজকের ম্যাচে গোল করার ব্যাপারে স্কোয়াডের এক বিদেশি ফুটবলারের প্রতি বাড়তি ভরসা করতে পারেন স্প্যানিশ কোচ।
ইস্টবেঙ্গলের তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা চলতি মরসুমেও একাধিক গোল পেয়েছেন। ইউনাইটেডের বিরুদ্ধে বেশ কিছু গোল রয়েছে তার। ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে দ্বৈরথে সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন ক্লেটন সিলভা। সব মিলিয়ে এই দলের বিরুদ্ধে ক্লেটনের গোলের সংখ্যা পাঁচ। এই প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের নামের গোল সংখ্যা আরো বাড়িয়ে নিতে চাইবেন তিনি।
ক্লেটন সিলভার পাশাপাশি ইস্টবেঙ্গলের ভরসার মুখ নাওরেম মহেশ সিং। গত মরসুম থেকে লাল হলুদ জার্সি পরে আগুনে ফর্মে রয়েছেন। ইস্টবেঙ্গলের হয়ে মোট আটটি জয়ের সঙ্গে যুক্ত ভারতের অন্যতম উজ্জ্বল তারকা ফুটবলার।
Just 1️⃣ 𝐒𝐋𝐄𝐄𝐏 away from #EBFCNEU! 🙌#AmagoFans, have you booked your tickets yet? If not, you can get them now 👉 https://t.co/O8bN4dUNGr
Follow this page for all the info on offline ticket sales & online redemption. ℹ️#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball… pic.twitter.com/Py3yFxIagF
— East Bengal FC (@eastbengal_fc) December 3, 2023