IAF Aircraft Crash: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২

প্রশিক্ষণ চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। তেলেঙ্গানার ডুন্ডিগালে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF aircraft Crash)। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ডুন্ডিগাল এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি…

IAF Aircraft Crash at telengana

প্রশিক্ষণ চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা। তেলেঙ্গানার ডুন্ডিগালে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF aircraft Crash)। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ডুন্ডিগাল এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।পাইলটদের মধ্যে একজন প্রশিক্ষক ও একজন ক্যাডেট রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকালে তেলঙ্গানার ডুন্ডিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়।

   

বায়ুসেনার তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়েছে, হায়দরাবাদে এয়ার ফোর্স অ্য়াকাডেমিতে রুটিন ট্রেনিং চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফ্ট। দুই পাইলটই গুরুতর জখম হয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাইলটদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, হায়দ্রাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। দু’জন পাইলটের প্রাণ হানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই মর্মান্তিক মুহূর্তে শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল,”