মুখ্যমন্ত্রীর পদে পিসি আগেই বসেছেন। এবার কি ভাইপোর পালা? মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফল বলে দেবে পিসি ও ভাইপোর ক্ষমতা দখল নাকি এবারেও নয়? পশ্চিমবঙ্গে যেমন পিসি-ভাইপো শব্দ দুটি রাজনৈতিক ও সাধারণ জনজীবন মহলে গত এক যুগ ধরে চলছে, তেমনই জাতীয় রাজনীতিতেও (India Politics) চলে আরও এক পিসি-ভাইপো চর্চা। সিন্ধিয়া রাজপরিবার ভিত্তিক এই সম্পর্কের দুই মুখ। রাজস্থানের রানি বসুন্ধরা রাজে সিন্ধিয়া আর মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
রাজনীতির ময়দানে একসময় প্রতিপক্ষ ছিলেন পিসি বসুন্ধপা ও ভাইপো জ্যোতিরাদিত্য। তবে এখন একই দলে-বিজেপিতে। প্রয়াত কংগ্রেস নেতা ও সিন্ধিয়া রাজপরিবারে সদস্য মাধবরাওয়ের পুত্র জ্যোতিরাদিত্যকে পদ্ম শিবিরে টেনে আনার ক্ষেত্রে বসুন্ধরার ভূমিকা ছিল। রবিবার রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপির সরকার হলে পিসি-ভাইপো মুখ্যমন্ত্রীর পদে যেতে পারেন।
রাজস্থানে পরিবর্তন ইঙ্গিত আর মধ্যপ্রদেশে বিজেপির ক্ষমতা ধরে রাখার বার্তা দিয়েছে এক্সিট পোল। তবে এক্সাক্ট ফল বলবে পিসি ও ভাইপোর রাজনৈতিক ভবিষ্যত। রাজস্থানে গতবার বিজেপি পরাজিত হয়েছিল। আর গতবার মধ্যপ্রদেশে জয়ী হয়েছিল কংগ্রেস। তাদের ঘর থেকে জ্যোতিরাদিত্যকে ছিনিয়ে এনে বিজেপি সরকার গড়েছিল। এই ভাঙনের কারিগর ছিলেন জ্যোতিরাদিত্য। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য কংগ্রেসের বিধায়ক কেনাবেচায় জড়িত বলে অভিযোগ ওঠে। জ্যোতিরাদিত্য ফ্যাক্টরে মধ্যপ্রদেশে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস।