Kolkata Police: কলকাতায় ফের প্রকাশ্যে খুন, শ্যামবাজারে মিলল রক্তাক্ত দেহ

কলকাতায় আবার খুনের। অভিযোগ কলকাতা পুলিশ (Kolkata Police) হতচকিত। মঙ্গলবার শ্যামবাজারে মিলেছে রক্তাক্ত দেহ। ওই ব্যক্তির মাথা থেঁতলানো। তাকে খুন করা হয়েছে বলেই মনে করা…

DEATH

কলকাতায় আবার খুনের। অভিযোগ কলকাতা পুলিশ (Kolkata Police) হতচকিত। মঙ্গলবার শ্যামবাজারে মিলেছে রক্তাক্ত দেহ। ওই ব্যক্তির মাথা থেঁতলানো। তাকে খুন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। মহানগরীতে পরপর প্রকাশ্যে খুনের ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন।

Advertisements

মহানগরী নিরাপদ নয় বলেই অভিযোগ। চিতপুরের পর এবার শ্যামবাজারে কলকাতা পুলিশ কিয়স্কের পাশে মিলেছে দেহ। তবে এর মাঝে ময়দান, চিংড়িঘাটা, তাড়দহে প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেছে। সল্টলেকে উদ্ধার হয়েছে দেহ।

   

শ্যামবাজারে এভি স্কুলের সামনের পুলিশ কিয়স্কের পাশে উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত দেহ। মাথার পিছনে জমাট বাঁধা রক্ত। এমন দৃশ্য দেখেই আতঙ্কিত এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisements

জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় রাঁধুনির কাজ করতেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। শ্যামবাজারের এভি স্কুলের সামেই একটি পুলিশ কিয়স্ক রয়েছে। সেখানে সকালে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ উপুড় হয়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। দ্রুত দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানিয়েছে, শ্যামবাজারেই বিভিন্ন ছোটখাটো হোটেল, খাবার দোকানে রাঁধুনীর কাজ করতেন তিনি। বছর পঁয়তাল্লিশ বয়স। তার মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মাথার পেছনে আঘাতের কারণেই মৃত্যু হয়েছে তার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। দেহটি পুলিশ কিয়স্কের সামনে পড়ে থাকায় সন্দেহ আরও বেড়েছে। পুলিশ কিয়স্কের সামনেই কীভাবে এমন ঘটনা ঘটল সে নিয়ে প্রশ্ন উঠছে।