বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনে সিনেমার নায়ক-নায়িকারা, ক্রিকেটাররা ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের প্রার্থী হতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। নির্দিষ্ট টাকা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও এই তারকাদের অনেকেই প্রার্থী পদের টিকিট্ পাননি। আপ্রাণ চেষ্টা করেও সরকারি দলের প্রার্থী না হতে পেরে এবার অভিনেত্রী মাহিয়া মাহি নির্দল হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন। তাঁর আশা মনোনয়ন জমা দে়ওয়ার শেষ দিনে কিছু একটা হবে।
মাহিয়া মাহিম যেভাবে প্রার্থী হতে ঝাঁপিয়ে পড়েছেন তাতে চমকিত সবাই। কারণ আর যেসব তারকারা ক্ষমতায় থাকা দলের প্রার্থী হতে পারেননি তারাও এমন পদক্ষেপ নেননি। সেক্ষেত্রে মাহি নির্দল মনোনয়ন ফর্ম তুলে সাহসী পদক্ষেপ নিলেন বলেই চর্চা চলছে।
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি রাজশাহী থেকে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হতে উপনির্বাচনেও ঝাঁপিয়েছেন। তবে তাকে মেনে নিতে চাননি আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্ব। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি বারবার আলোচিত। শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) এই নামে তিনি নির্দল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনেও মনোনয়ন নেয়ার চেষ্টা করেছিলেন মাহি। তবে সেবারও তিনি প্রার্থী হতে পারেননি।
আরও পড়ুন আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌসকে প্রচারে এনে বিতর্কে জড়িয়েছিল তৃণমুল: Ferdous Ahmed: মমতার দলের ভোট প্রচারক ফেরদৌসকে প্রার্থী করলেন শেখ হাসিনা
মাহি জানান, যেহেতু স্বতন্ত্র প্রার্থী (নির্দল) হতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিধি নিষেধ নেই এবং প্রধানমন্ত্রী ড্যামি প্রার্থী রাখতে বলেছেন সেই কারণে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি বলেন, মঙ্গলবার থেকে নির্বাচনী এলাকায় ঘুরব। প্রচার চালাব।
বাংলাদেশ নির্বাচন কমিশন তথ্য বলছে, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আর স্বতন্ত্র প্রার্থী পদে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া। আছেন অন্যান্য দলের আরও কয়েকজন।