চাপের ম্যাচ, কিন্তু কার জন্য চাপের ম্যাচ? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে। মনস্তাত্বিক লড়াইয়ের উদাহরণ পাওয়া গেল মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের (Mohun Bagan vs Odisha FC Match) আগের সাংবাদিক সম্মেলনে।
AFC কাপের পরের পর্বে যাওয়ার ব্যাপারে মোহন বাগান সুপার জায়ান্টের সামনে অংকের বিচারে সুযোগ এখনো আছে। তুলনামূলকভাবে সুযোগ কম ওড়িশা এফসির সামনে। সেই কথা মনে করিয়ে দিয়ে বাগানের ওপর চাপ দিতে চাইলেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। তিনি বললেন, “আমাদের চেয়ে ওরাই বেশি চাপে থাকবে। কারণ, ওরা ঘরের মাঠে খেলছে। প্রত্যাশার চাপ থাকবেই। তা ছাড়া ওরা এএফসি কাপে আমাদের চেয়ে ভাল জায়গায়। সেই জায়গা ধরে রাখার চাপও রয়েছে থাকবে ওপর।”
যদিও বাগানের তারকা ফুটবলার জেসন কামিন্স এটা মানতে চাইছেন না। তার বক্তব্য, চাপ থাকা বা থাক, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার কৌশল জানা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের।
ওড়িশা এফসির বিরুদ্ধে AFC কাপের এই ম্যাচ প্রসঙ্গে জেসন বলেছেন, “আমরা দীর্ঘ ছুটির পর এই ম্যাচটা খেলতে নামছি। তার ওপর ঘরের মাঠে সমর্থকদের পাব। আমাদের সবাই কালকের ম্যাচের জন্য তৈরি। ভাল একটা ম্যাচের অপেক্ষায় রয়েছি।”