বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের প্রার্থী হলেন ঢালিউড সুপারস্টার ফেরদৌস। পদ্মাপারের জনপ্রিয় অভিনেতা পশ্চিমবঙ্গেও পরিচিত। বিদেশি অভিনেতাকে (Ferdous Ahmed) দিয়ে ভারতে ভোট প্রচার করিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছিল তৃ়ণমূল কংগ্রেস দল। পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে বাংলাদেশি নায়ক ফেরদৌসকে গত বিধানসভা ভোটের প্রচার এনেছিল তৃ়নমূল।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করেছিলেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস। এর জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। কী করে একজন ভিনদেশি ভারতের নির্বাচনে সরাসরি যুক্ত হতে পারেন সেই বিতর্ক চরম আকার নিয়েছিল। নির্বাচন কমিশনে অভিযোগের পর ফেরদৌসকে দ্রুত ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে দুই দেশের রাজনৈতিক ও বিনোদন মহল হয়েছিল সরগরম।
বাংলাদেশ জাতীয় নির্বাচনে ক্রিকেট ঝলক। পড়ুন: Bangladesh: বিশ্ববিখ্যাত জোড়া ক্রিকেটার শাকিব-মাশরাফি প্রার্থী, হাসিনার ইঙ্গিত ‘খেলা হবে’
বিতর্কে জড়িয়ে ফেরদৌস দিল্লি ও কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে ভারত ত্যাগ করেছিলেন। ভারতে ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে ভোট প্রচার করেছিলেন তিনি।
বাংলাদেশের নায়ক ফেরদৌস আহমেদকে প্রচারে এনে তৃ্নমূল বিতর্কে জড়িয়েছিল। সেই বিতর্কে জর্জরিত হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ধরে রাখে। তৃ়নমূলের হয়ে ভোট প্রচারক ফেরদৌস এবার বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী। তিনি ঢাকা-১০ আসন থেকে ভোটে লড়াই করবেন।