রেকর্ড সংখ্যক গোল। ৫ ম্যাচে ১৮ বার লক্ষ্যভেদ। এক প্রকার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ইস্টবেঙ্গলের এক ফুটবলার। শুরু হয়েছে এবারের কন্যাশ্রী কাপ (Kanyashree Cup)। গতবারের মতো এবারও এই পুরস্কার জেতার অন্যতম দাবিদার ইস্টবেঙ্গল (East Bengal)। টুর্নামেন্টের শুরু থেকে আগুনে ফর্মে রয়েছে মশাল বাহিনী। গতবারের টুর্নামেন্টেও অনুরূপ ফর্মে ছিল ক্লাব, জিতেছিল কাপ। এবারেও সেদিকেই এগোচ্ছে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডকে ফের অপ্রতিরোধ্য দেখাচ্ছে। গত মরসুমেও বেশ সাড়া জাগিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা দল। একজন ফুটবলার আলাদা করে নজর কাড়ছেন লাল হলুদ জার্সিতে। গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। আলোচিত এই ফুটবলারের নাম তুলসী হেমব্রম। ৫ ম্যাচে ১৮ গোল হয়ে গিয়েছে তার।
তুলসী হেমব্রমের শেষ কয়েকটা ম্যাচে পারফরম্যান্স:
• নদীয়া ডিএসএর বিরুদ্ধে ৩ গোল
• চাঁদনী এসসির বিরুদ্ধে ৬ গোল
• পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ২ গোল
• শ্রীভূমি এসসির বিরুদ্ধে ৪ গোল
• কালীঘাটের বিরুদ্ধে ৩ গোল
1️⃣8️⃣ goals in 5️⃣ matches! 😱
Use☝️adjective to describe Tulsi’s scoring spree! #JoyEastBengal #EmamiEastBengal #MoshalGirls pic.twitter.com/XVWLt3WaOR
— East Bengal FC (@eastbengal_fc) November 24, 2023