বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে (Bangladesh’s captain Shakib Al Hasan ) নিয়ে ফের বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে দেখে উত্তেজনা ছড়িয়েছে উপস্থিত জনতার মধ্যে। টেনে ধরা হয়েছে জামার কলার। প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলেন সাকিব। অনেকের দাবি, বিশ্বকাপ ২০২৩ এ ব্যর্থতার জেরে এভাবে হয়েছে আবেগেদের বহিঃপ্রকাশ।
সোশ্যাল মিডিয়ায় গতকাল সন্ধ্যা থেকে সাকিব আল হাসানের এই ভিডিও প্রচুর শেয়ার করা হয়েছে। অনেকে দাবি করেছেন বিশ্বকাপ ২০২৩ এ বাংলাদেশে জঘন্য পারফরম্যান্স সেখানকার মানুষ মেনে নিতে পারেননি। এরপর সাকিবকে হাতের কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ পায়। ভাইরাল ভিডিওর ওপর লেখা, ” ওয়েলকাম সাকিব “।
সত্যি কি বিশ্বকাপ ২০২৩ এর পারফরম্যান্সের জেরে হেনস্থার শিকার হলেন বাংলাদেশের অধিনায়ক? এই ভিডিও শেয়ার করে অনেকে এই দাবি পোক্ত করার চেষ্টা করলেও আসল ঘটনা হয়তো অন্য কিছু। কিছু মিডিয়া হাউসের পক্ষ থেকে সত্যতা যাচাই করা হয়েছে। ফ্যাক্ট চেক করার পর জানা গিয়েছে এই ভিডিওটি সম্প্রতি তোলা হয়নি। একটি দোকানের উদ্বোধন করতে গিয়ে সাকিবকে এভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল বলে মনে করা হচ্ছে।
#ShakibAlHasan beaten up by #Bangladeshi Cricket Fans at the airport for team's poor performance in ICC World Cup tournament. Angelo Mathews are
You happy now.?#BCCI #T20WC #AUSvPAK #BabarLaughed #SuryaKumarYadav #Warner #TravisHead #NaseemShah
pic.twitter.com/xootp5Lnhl— Haris Arshad (@harris00071) November 21, 2023
আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন সাকিব। অনুষ্ঠানে গিয়ে উত্তেজিত জনতার মাঝে পড়েছিলেন তিনি। দশ মিনিটের মধ্যে সাকিব অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেছিলেন বলে লেখা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। ঘটনাটি চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ের। ফলত এটা ধরে নেওয়া যায় যে বিশ্বকাপ ২০২৩ কে সামনে রেখে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা আদৌ কাল বা পরশু তোলা হয়নি।