খেলা শুরু হওয়ার আগে প্রবল উত্তেজনা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কার্যত খন্ড যুদ্ধ। রেহাই পেল না পুলিশ। মাথা ফাটল এক সমর্থকের, মাথা ফেটে বেরোচ্ছে রক্ত। খেলা তখন শিকেয় উঠেছে। চাঞ্চল্য ফুটবলারদের মধ্যেও।
বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিক অফ হওয়ার আগে থেকে শুরু উত্তেজনা। মারাকানা স্টেডিয়ামের একাংশের তুললাম পরিস্থিতি। দেরিতে শুরু করতে হল খেলা। মাঠ থেকে উঠে যান ফুটবলাররা। গ্যালারির দিকে লিওনেল মেসির বিস্ফারিত চোখ ধরা পড়েছে ক্যামেরায়। নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরি করে শুরু করতে হয় ম্যাচ।
🚨🇧🇷🇦🇷 Crazy scenes in the stands at Maracanã between Brazilian police and Argentina fans.
Full footage by @_igorrodrigues 🎥 pic.twitter.com/lF4uzyI8A9
— Fabrizio Romano (@FabrizioRomano) November 22, 2023
রিপোর্ট অনুযায়ী, কিক অফ হওয়ার আগে প্রথাগতভাবে মাঠে দাঁড়িয়ে ছিলেন ফুটবলাররা। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই খেলা শুরু হওয়ার কথা। এরই মধ্যে ছড়ায় উত্তেজনা। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। শান্তি ফিরিয়ে আনতে লাঠি চার্জ করতে হয় নিরাপত্তা কর্মীদের। উত্তেজনার বশে পুলিশের ওপরেও কিছু সমর্থক হামলা চালিয়েছেন বলে অভিযোগ।
কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ম্যাচ। ঘরের মাঠে হারল ব্রাজিল। বিরতির পর নিকোলাস অতমেন্দির করা একমাত্র গোল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।