কয়েক দিনের ছুটির পর ফের অনুশীলন শুরু করে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সোমবার থেকে শুরু হয়েছে অনুশীলন। এদিন ক্লাবের মাঠে ফ্লাড লাইটে অনুশীলন করেছে ক্লাব। উপস্থিত ছিলেন দলের বেশিরভাগ ফুটবলার। ফিটনেসের ওপর বাড়তি জোর দিলেন কোচ।
ছুটি কাটাতে গিয়েছিলেন স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার। অবসর যাপনের পর বল পায়ে সবুজ মেরুন ফুটবলাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন দিমি পেত্রাতস, জেসন কামিন্স। তবে কামিন্সের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।
AFC কাপের পরের পর্বে যেতে হলে গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচ জিততে হবে মোহন বাগান সুপার জায়ান্টকে। এশিয়ান প্রতিযোগিতায় বাগানের পরের ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে। আগামী ২৭ নভেম্বর সল্ট লেক স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে বাগান।
সোমবারের অনুশীলনে স্কোয়াডের তিন ফুটবলার আলাদাভাবে ফিটনেস ট্রেনিং করেছেন। দিমি পেত্রাতস, গ্লেন মার্টিন্স, দীপক টাংরিকে বাড়তি সময় দিয়েছেন ফিটনেস কোচ। গ্লেন মার্টিন্স কিছু সময়ের জন্য মূল দলের সঙ্গে অনুশীলন করলেও দীপক ও পেত্রাতস ফিটনেস ট্রেনিং করেছেন। জাতীয় শিবিরের জন্য একাধিক ফুটবলার ছিলেন না ক্লাবের অনুশীলনে। বাকিদের নিয়ে ছোটো ছোট পাস ও আক্রমণ তুলে আনার অভ্যাস করানো হয়েছে প্র্যাকটিস সেশনে।