আর একটা লড়াই। সেখানে জিতলেই বিশ্বকাপ ট্রফি ভারতের। এই ম্যাচকে ক্রিকেট মহলে ভারতের বদলার ম্যাচ বলা হচ্ছে। আমেদাবাদে আজ মহারণ। যারা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বসে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে পাবেন না, তারা রবি-দুপুরে মাংস-ভাত খেয়ে হয়তো বসে পড়বেন টেলিভিশনের সামনে।
অনেককে আবার মহারণের সাক্ষী হওয়ার জন্য মুঠোফোনের শরণাপন্ন হতে হবে। তেইশের বিশ্বকাপে ১০ দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন। আজ শেষ বার ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে রেকর্ড গড়তে চলেছে দুটো দল। ভারত ও অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া আর ৫ বার জিতেছে ভারত। এ বারের বিশ্বকাপ জিতে এই ব্যবধান কমাতে চাইবে ভারত।
সারা আলি খান এবং ক্রিকেটার শুভমান গিল ডেট করছেন বলে গুঞ্জন ছিল। অভিনেত্রী কফি উইথ করণ সিজন ৮-এ এসে গিলের সাথে তার সম্পর্কের বিষয়ে সমস্ত জল্পনা অস্বীকার করেছেন। সারা এবং অনন্যা পান্ডে সমন্বিত টক শো-এর আসন্ন পর্বের ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। ক্লিপটিতে, সারাকে শুভমানের সম্পর্কের গুজবের কথা জিজ্ঞেস করা হয়, তখন সারা জানান, “আপনারা ভুল সারা পেয়েছেন, বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালত সারা কে পিছয় পাদা হ্যায়”।
https://twitter.com/SaraTendulkar__/status/1725820499010232690
এই খবর নেটিজেনদের কানে উঠতেই শুভমান গিলের ডেট প্রসঙ্গে সচিন কন্যা সারার ওপর নজর গেছে সবার। তাকে বেশ কয়েকবার স্টেডিয়ামে দেখা গেছে। এমনকি এক্স মাধ্যমে সারা তেন্ডুলকর নিজের একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ফাইনালের দিন তিনি স্টেডিয়ামে থাকছেন। সবচেয়ে অবাক করা ঘটনাটি হল সারা নিজের ওই পোস্টে শুভমানকে চিয়ার ও করেছেন। তিনি লিখেছেন, “হুইল বি দেয়ার ফর ফাইনাল গেম, প্লে ওয়েল শুভমন গিল”।