Alzheimer: ধ্যানেই মুক্তি আলঝাইমার থেকে

বিশেষ প্রতিবেদন, কলকাতা: এক গবেষণায় এক দল মৃদু আলঝাইমার (Alzheimer) অথবা Mild cognitive impairment (MCI) আছে এমন রোগীদেরকে আলাদা করা হয় এবং ছয় মাস, রোজ…

Meditation

বিশেষ প্রতিবেদন, কলকাতা: এক গবেষণায় এক দল মৃদু আলঝাইমার (Alzheimer) অথবা Mild cognitive impairment (MCI) আছে এমন রোগীদেরকে আলাদা করা হয় এবং ছয় মাস, রোজ ৩০ মিনিট করে মেডিটেশান করতে দেওয়া হয়।

Advertisements

ছয়মাস পরে তাঁদের নিউরো ফিজিক্যাল পরীক্ষায় ব্রেনের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখা যায় তাঁদের মস্তিষ্কের অগ্রভাগে(frontal brain) ধূসর বস্তুর বৃদ্ধি হয়েছে, যা কিনা আসলে মনোযোগ, এবং লক্ষ্য-নির্দেশিত সিদ্ধান্ত গ্রহণ কে নিয়ন্ত্রণ করে। এছাড়াও বাম দিকের হিপোক্যাম্পাস(যা স্মৃতি নিয়ন্ত্রণ করে) এবং ডানদিকের থ্যালামাস অংশেও ধূসর বস্তুর আয়তন বৃদ্ধি লক্ষ্য করেছেন গবেষকরা।

   

এই গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে “Frontiers in Human Neuroscience” জার্নালে। গবেষণাটি হয়েছে ভারতে, যাঁদের মধ্যে অন্যতম ডঃ অমিতাভ ঘোষ(বিভাগীয় প্রধান, নিউরলজি বিভাগ, কলকাতার অ্যাপোলো মালটিস্পেশালিটি হসপিটাল) এবং ডঃ এস বাপি রাজু(কগ্নিটিভ সায়েন্স ল্যাব, IIIT হায়দ্রাবাদ)।

Advertisements

বলে রাখা ভাল, এই গবেষণাটি এখনও অব্ধি মৃদু আলঝাইমার অথবা Mild cognitive impairment (MCI) যাঁদের আছে তাঁদের কেই উপকৃত করবে। সুতরাং, সতর্কীকরণ, এটা সব আলঝাইমার রোগীদের ক্ষেত্রে কাজ করবে না।