Diwali: চিন থেকে এসেছে, জলেই জ্বলছে ‘আশ্চর্য প্রদীপ’

জলেই জ্বলছে দীপাবলীর দীপ এও কি সম্ভব। চিনা এই প্রদীপের চাহিদা আকাশছোঁয়া। এবারের দীপাবলিতে আলোক ক্ষেত্রে হিট এই জলে জ্বলা প্রদীপ। এই প্রদীপ জলে জলে…

জলেই জ্বলছে দীপাবলীর দীপ এও কি সম্ভব। চিনা এই প্রদীপের চাহিদা আকাশছোঁয়া। এবারের দীপাবলিতে আলোক ক্ষেত্রে হিট এই জলে জ্বলা প্রদীপ। এই প্রদীপ জলে জলে তেল দিলে নয়। দীপাবলীর আগেই মার্কেট থেকে আউট অফ স্টক এই প্রদীপ গুলো। জল ফেলে দিলেই নিভে যাচ্ছে দীপ। তেলের দাম বাড়ছে, কিন্তু প্রদীপে আর তেল দিতে হচ্ছে না তাহলে আশ্চর্য প্রদীপ কি এটাই!

চিন থেকে আসা এই প্রদীপগুলোর চাহিদা আকাশছোঁয়া। কলকাতার বাজারে এর নাম ‘পানিওয়ালা দিয়া’। প্রদীপগুলোর দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। জলে কী করে জ্বলছে এই প্রদীপ তা নিয়ে কৌতুহল তীব্র। দীপাবলির আগে স্টক শেষ বলছেন ব্যবসায়ীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে জলের প্রদীপের কথা।

   

চাঁদনি বাজারের আলোর ব্যবসায়ী জান মহম্মদ বলছেন, ‘এ বার এসেছে ওয়াটার প্রুফ আলো। বৃষ্টিতেও কোনও সমস্যা হবে না। ৩০ ফুট আলোর দাম ৮০ টাকা থেকে শুরু। এত সস্তায় আর কেউ আলো বিক্রি করে না।’

পাশাপাশি, এ বছর কালীপুজোর মুখে জনপ্রিয়তা পাচ্ছে নানা ধরনের লন্ঠনের মতো দেখতে ছোট এক রকম আলো। যার দাম শুরু হচ্ছে ১৮০ টাকায়। টেবিলে সাজিয়ে রাখা বা ঝুলিয়ে রাখার জন্য এই আলো আদর্শ। চিনা লন্ঠনের আদলে বৈদ্যুতিন আলোর ডিমান্ডও বেশ ভালো। রিচার্জেবল ব্যাটারি-চালিত বলে এই আলো শুধু কালীপুজো নয়, সারা বছরই জ্বালানো যেতে পারে বলে মত ব্যবসায়ীদের।

রয়েছে ‘আরজিবি লাইট’-ও। যাতে লাল-নীল ও সবুজ রংয়ের আলো বেরোয় বাল্ব থেকে। দেখতে এলইডির থেকে কিছুটা আলাদা। এই অন্য রকম এলইডি দিয়েই তৈরি নানা আলোর নাম পিক্সেল, রকেট, গ্রেপস, টিয়ার ড্রপস, মাল্টি কালারড বাল্ব। নামগুলো রাখা হয়েছে আকার অনুযায়ী।