গতবারের আইলিগে হতাশাজনক পারফরম্যান্স করলেও এই নয়া মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। সেই মর্মেই একের পর এক দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের দলে টানে ময়দানের এই তৃতীয় প্রধান। পাশাপাশি ফিরিয়ে আনা হয় দলের পুরোনো কোচ আন্দ্রে চেরনিশভকে।
তার তত্ত্বাবধানেই এবারের কলকাতা লিগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে মহামেডান স্পোর্টিং। বিশেষ করে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে টেক্কা দিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয় করে রেড রোডের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক সকলের কাছেই।
তবে সেখানেই শেষ নয়। আইলিগে ও সেই পারফরম্যান্স ধরে রাখা অন্যতম লক্ষ্য ছিল সাদা-কালো শিবিরের। সেইমতো লামিনে মোরের পাশাপাশি প্রিন্স ওপেকুর মতো ফুটবলারদের আনা হয় এই দলে। বলা বাহুল্য নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আইজল এফসিকে অনায়াসেই পরাজিত করে মহামেডান স্পোর্টিং দল। তবে জয় দিয়ে নিজেদের আইলিগ মরশুম শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠেই তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না দলের হেড কোচ। তাই পরবর্তীতে অনুশীলন করে নিজেদের ভুল ত্রুটি গুলি শুধরে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা।
সেই সাথে নিজেদের তৃতীয় ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ট্রাউ এফসিকে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে মহামেডান। যা দেখে খুশি সকলেই। তবে এবার আগামীকাল সুদেবা দিল্লীর মুখোমুখি হতে চলেছে সাদা-কালো শিবির। বলতে গেলে আইলিগ মরশুমে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মহামেডান। এবার সেই ম্যাচে জয় পাওয়াই অন্যতম লক্ষ্য ডেভিডদের।