Nawsad Siddique:.তৃ়ণমূল-বাম ইন্ডিয়া জোটে কেন? সেলিমকে বিচ্ছেদ বার্তা দিলেন নওশাদ

তৃণমূলের সাথে ইন্ডিয়া জোটে কেন? এই প্রশ্ন তুলে আইএসঅফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কড়া বার্তা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। বিধায়ক নওশাদ বলেছেন, ইন্ডিয়া জোটে…

Nawsad Siddique:.তৃ়ণমূল-বাম ইন্ডিয়া জোটে কেন? সেলিমকে বিচ্ছেদ বার্তা দিলেন নওশাদ

তৃণমূলের সাথে ইন্ডিয়া জোটে কেন? এই প্রশ্ন তুলে আইএসঅফ বিধায়ক নওশাদ সিদ্দিকি কড়া বার্তা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। বিধায়ক নওশাদ বলেছেন, ইন্ডিয়া জোটে তৃণমূলের সাথে যে দল থাকবে তাদের সাথে আমরা থাকতে পারিনা।

তিনি বলেন, কেন্দ্রে তৃণমূলকে সমর্থন আর রাজ্যে বিরোধিতা এমন কোন জোটের সাথে থাকব না। আইএসএফ বিধায়ক নওশাদ বলেন, মহম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী পাশে থাকবে কি থাকবে না সেটা তাদের ব্যাপার‌। সেটা সময় কথা বলবে। ইন্ডিয়া জোটের সাথে যদি কোন দল যুক্ত থাকে রাজ্যে যদি বলে ওই জোটের সাথে আমরা নেই তাহলে আমরা ওই জোটের মধ্যে থাকব না।

গতকাল নওশাদ জানিয়েছিলেন ডায়মন্ডহারবারে তিনি দাঁড়াবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন। এবার তিনি সিপি়আইএমকে নিশানা করলেন। সিপি়আইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন নওশাদকে সমর্থন করা নিয়ে দলের মধ্যে আলোচনা হবে। সেলিম জানিয়েছেন, “আমরা ডিসকাস করব। মানুষ চাইলে ও লড়বে‌।”

Advertisements

নওশাদ বলেন মহম্মদ সেলিম যে বার্তা দিয়েছেন তা আমি দূরে সরিয়ে দিচ্ছি না কিন্তু দল অনুমোদন দিলে তবে দাঁড়াতে পারব, আমি তো দলের উর্ধ্বে নয়। নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয় আইএসএফের জন্যই নওশাদ সিদ্দিকী। আমাদের রাজ্য কমিটি আছে আমাদের কেন্দ্র কমিটি আছে সেখান থেকে অনুমোদন পেলে আমি লড়াই করব। ‌