বিশ্বকাপ আয়োজনে অনীহা অস্ট্রেলিয়ার, দায়িত্ব পাবে সৌদি আরব?

শেষ ফুটবল বিশ্বকাপে আগের বিজয়ী দেশ ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য খেতাব জয় করেছে আর্জেন্টিনা। নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের বিশ্বকাপের স্বাদ পেয়েছেন মেসি। যা দেখে খুশি…

World Cup Saudi Arabia

শেষ ফুটবল বিশ্বকাপে আগের বিজয়ী দেশ ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য খেতাব জয় করেছে আর্জেন্টিনা। নিজের ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের বিশ্বকাপের স্বাদ পেয়েছেন মেসি। যা দেখে খুশি হয়েছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষ। তবে সেখানেই শেষ নয়। আবারও বিশ্বকাপের আসর বসতে পারে এশিয়ার বুকে।

Advertisements

গত কয়েক মাস আগে এমনই ইঙ্গিত মেলে। পরবর্তী বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মতো তিনটি দেশে আয়োজিত হলেও আগামী ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক আগে থেকেই আগ্ৰহ দেখাতে শুরু করেছিল সৌদি আরব থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মতো দেশ। এক্ষেত্রে বহু সময় পর্যন্ত দুই দেশের মধ্যে জোরদার টক্কর থাকলেও শেষ পর্যন্ত সেই লড়াই থেকে সরে দাঁড়ায় ডন ব্র্যাডম্যানের দেশ। যারফলে, ফুটবল বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে সৌদি আরব। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

উল্লেখ্য, গত ২০১৮ সালে ফর্মুলা ওয়ান থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিল সৌদি আরব। তখন থেকেই তাদের লক্ষ্য ছিল ফুটবল বিশ্বকাপ। সেক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে গেল এই দেশ।

Advertisements

উল্লেখ্য, ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত বিড তোলার সময়সীমা দিয়েছিল ফিফা। সেক্ষেত্রে, অস্ট্রেলিয়া প্রথম থেকে সক্রিয়তা দেখালেও শেষ মুহূর্তে পিছিয়ে আসে এই দেশ। যারফলে, এবার এই লড়াইয়ে একমাত্র টিকে থাকল এশিয়ার এই দেশ। তবে তার আগে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের দিকে নজর থাকবে সকলের। যেখানে ২৬ বিশ্বকাপের জন্য দায়িত্ব পেয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। অন্যদিকে, ৩০ বিশ্বকাপ আয়োজনে থাকছে মরক্কো, পর্তুগাল ও স্পেন। সেই নিয়ে এখন থেকেই চরম উত্তেজনা দেখা দিয়েছে সকলের মধ্যে।

তবে ৩৪ বিশ্বকাপ যে এশিয়া বা ওশিয়ানিয়ার মতো একটি মহাদেশে হবে সেই ইঙ্গিত অনেক আগেই দিয়েছিল ফিফা। সেইমতো বিড তোলার তোরজোড় শুরু করে অস্ট্রেলিয়া ও সৌদি আরব। তবে বর্তমানে অস্ট্রেলিয়া সরে যেতেই অনেকটাই নিশ্চিত হয়ে যায় সৌদি আরব। যারফলে, গত ২০২২ সালের কাতার বিশ্বকাপের মতো সেইবার ও শীতকালে আয়োজিত হতে পারে গোটা ফুটবল টুর্নামেন্ট।