Mohun Bagan: চাপের মুখে বাগান, জামশেদপুর গেল না দলের দুই ফুটবলার

আজ, বুধবার রাত ৮টা নাগাদ জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)সুপারজায়ান্টস ফুটবল দল। বর্তমানে সেদিকেই নজর রয়েছে সকলের। এই…

Jason Cummings and Hugo Boumous

আজ, বুধবার রাত ৮টা নাগাদ জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)সুপারজায়ান্টস ফুটবল দল। বর্তমানে সেদিকেই নজর রয়েছে সকলের। এই ম্যাচ জিতলে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষে চলে আসবে কলকাতার এই প্রধান। এখন সেটাই প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের।

Advertisements

তবে এএফসি কাপের গত ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে থেকে ম্যাচ ড্র করলেও ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। তবে সেই ম্যাচেই খেলতে গিয়ে চোট পেয়েছিলেন দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী। বলে শট মারতে গিয়ে চোট আসে পায়ে। সেই সময় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার চোট পরীক্ষা করে জানা যায় আগামী দুই থেকে তিন মাস মাঠের বাইরেই থাকতে হবে এই দাপুটে ডিফেন্ডারকে।

   

যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সকলের কাছে। তাই এবারের আনোয়ারের অনুপস্থিতিতে শুভাশিস, ব্রান্ডনদের উপরেই বাড়তি ভরসা রাখছেন বাগান কোচ। পাশাপাশি দলে সুযোগ পেতে পারেন সুমিত রাঠির মতো তরুণ প্রতিভা। তবে সমস্যা যেন কিছুতেই কাটতে চাইছে না সবুজ-মেরুনের। আসলে এবার জামশেদপুর এফসির বিপক্ষে আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল গোটা বাগান দল উড়ে গেলেও তাতে দেখা যায়নি অজি তারকা জেসন কামিন্স আর মরোক্কান তারকা হুগো বুমোসকে।

হ্যাঁ ঠিক শুনেছেন। এক কথায় বলতে গেলে জামশেদপুর ম্যাচে প্রথম একাদশে থাকছেন না অজি বিশ্বকাপার সহ বাগান শিবিরের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার। এক কথায় বড়সড় ধাক্কা। যারফলে, দিমিত্রি পেট্রতোস ও আর্মান্দো সাদিকুদের উপর ভরসা করেই লড়াই করতে হবে মেরিনার্সদের।

Advertisements

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দলের অনুশীলনে দেখা মিলছিল না জেসন কামিন্সের। প্রথমদিকে সেই নিয়ে তেমন কিছু না জানা গেলেও পরবর্তীতে প্রবল ধোঁয়াশা দেখা দেয় সকলের মধ্যে। তবে বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো কিছু না জানানো হলেও বিশেষ সূত্র মারফত খবর, জ্বরের সমস্যার জন্য অনুশীলনে আসেননি কামিন্স।

অন্যদিকে, অনুশীলনে আসলেও গত কয়েকদিন ধরে দলের সঙ্গে বল পায়ে মাঠে নামতে দেখা যায়নি হুগো বুমোসকে। মনে করা হচ্ছিল কিছুটা হলেও হয়ত চোট রয়েছে এই ফুটবলারের। তেমনটাই হল এবার। গতকাল সকালে দলের শেষ অনুশীলনে কামিন্স- বুমোসদের দেখা গেলেও মাঠে নামেননি কেউ। আসলে, দুজনকেই হয়ত কিছুটা সুস্থ করিয়ে নিয়ে মাঠে নামাতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ।